সুরে সুরে কত গেয়েছি
তোমাকে কাছে চেয়েছি
পেয়েছিলাম অবশেষে
ভুলতে দিবো না তোমাকে
সুরে সুরে কত গেয়েছি
তোমাকে কাছে চেয়েছি
পেয়েছিলাম অবশেষে
ভুলতে দিবো না তোমাকে
ভুল করে জড়াবে আমাকে তোমারই ব্যথায়
দিয়েছি তোমাকে আমি আমার পুরোটাই
সবটুকু আদর দিয়ে
রাখতে চেয়েছি মনের খাঁচায়
চলে যাবে বলে যেতে
এখন লাগে অযথা
সারাটি জীবন যেন সাজিয়েছি নিজেকে
তোমাকে দিয়ে দিবো বলে
বৃথা চেষ্টা জলে তলিয়ে গেলো
নিজেকে হারিয়েছি সেই ঢেউয়ে
সারাটি জীবন যেন সাজিয়েছি নিজেকে
তোমাকে দিয়ে দিবো বলে
বৃথা চেষ্টা জলে তলিয়ে গেলো
নিজেকে হারিয়েছি সেই ঢেউয়ে
ভুল করে জড়াবে আমাকে তোমারই ব্যাথায়
দিয়েছি তোমাকে আমি আমার পুরোটাই
সবটুকু আদর দিয়ে
রাখতে চেয়েছি মনের খাঁচায়
চলে যাবে বলে যেতে
এখন লাগে অযথা
ভুল করে জড়াবে আমাকে তোমারই ব্যথায়
দিয়েছি তোমাকে আমি আমার পুরোটাই