কখনো কি রাত কেটে ভোরের আলো এসে আমাকে জড়াবে,
কখনো কি মোনেতে লুকানো কথা গুলো সে শুনতে পাবে।
যতো বার কল করি তুমি ব্যস্ত থাকো বন্ধুদের সাথে,
আবার আমি বের হলে বলো কি করো তুমি অন্যদের কাছে।
লিখিনা আর তোকে নিয়ে কবিতা
ছিঁড়ে ফেলেছি একা সেই ছবিটা
এভাবে যদি আরও কিছু দিন যাই
হয়তো মুছে যাবে তোর নামটাই
কষ্ট সব আমাকেই দিলে
আবার আমাকেই দোষারোপ করলে
ঠিক আছে আমি সবটুকু ভালো না
কিন্তু কখনো করিনি ছলনা
চাই ছুটে যাই দূরে কোথাও পালাই
তোমার ছায়া থেকে সরে যেতে চাই।
আর আমার কারণে যদি পেয়ে থাকো ব্যাথা
মনে রেখো তুমিও দিয়ে ছিলে কথা।
মনে কি পরে আমার তোমার গল্প গুলো
কতো কথা হতো লুকিয়ে মাঝ রাতে।
বাহানা বানিয়ে থাকতাম তোমার সাথে
বলতে আমার নিঃস্বাস তোমার ভালো লাগে।
অযথা লাগে এখন এতোটা সময় গেলো
আমার তোমার বৃথা অনুরাগে।
চাই ছুটে যাই দূরে কোথাও পালাই
তোমার ছায়া থেকে সরে যেতে চাই।
আর..
কষ্ট সব আমাকেই দিলে
আবার আমাকেই দোষারোপ করলে
ঠিক আছে আমি সবটুকু ভালো না
কিন্তু কখনো করিনি ছলনা