menu-iconlogo
huatong
huatong
avatar

Ato boro akash

Shivadrita Bhattacharyyahuatong
Shivadrita03huatong
Lirik
Rekaman
ত বড় আকাশটাকে ভরলে জোছনায়

ওগো চাঁদ এ রাতে আজ তোমায় বোঝা দায়,

এত বড় আকাশটাকে ভরলে জোছনায়

ওগো চাঁদ এ রাতে আজ তোমায় বোঝা দায়।

শুধু কি চন্দ্রমুখী, দিয়ে যায় সবাই উঁকি

শুধু কি চন্দ্রমুখী, দিয়ে যায় সবাই উঁকি,

যূথি আর হাসনুহানা একই চোখে চায় ..

এত বড় আকাশটাকে ভরলে জোছনায়,

ওগো চাঁদ এ রাতে আজ তোমায় বোঝা দায়।

কে তোমার আলোর কণা

সব আগে মাখবে গায়ে,

নদীর ওই ঢেউগুলো তাই

পড়েছে তীরের পায়ে,

কে তোমার আলোর কণা

সব আগে মাখবে গায়ে,

নদীর ওই ঢেউগুলো তাই

পড়েছে তীরের পায়ে।

আমারও বুকের মাঝে

কী যে হয় বুঝিনা যে,

আমারও বুকের মাঝে

কী যে হয় বুঝিনা যে,

কী যেন হঠাৎ সুখে সবই ভেসে যায় ..

এত বড় আকাশটাকে ভরলে জোছনায়,

ওগো চাঁদ এ রাতে আজ তোমায় বোঝা দায়।

এত বড় আকাশটাকে ভরলে জোছনায়,

ওগো চাঁদ এ রাতে আজ তোমায় বোঝা দায়।

Selengkapnya dari Shivadrita Bhattacharyya

Lihat semualogo

Kamu Mungkin Menyukai