menu-iconlogo
huatong
huatong
avatar

নিষ্টুর পাষানো হইয়া Nisthur Pasan Hoiya

Shorif Uddinhuatong
montana163huatong
Lirik
Rekaman
নিষ্টুরও পাষানো হইয়া

নিষ্টুরও পাষানো হইয়া

নিষ্টুরও পাষানো হইয়া

কারে তুমি করছো বিয়া রে বন্ধু

বিয়া রে বন্ধু

বউ লইয়া যাও চাইলানা ফিরিয়া রে

ওরে বউ লইয়া যাও চাইলানা ফিরিয়া রে

নিষ্টুরও পাষানো হইয়া

কারে তুমি করছো বিয়া রে বন্ধু

বউ লইয়া যাও চাইলানা ফিরিয়া রে

ওরে বউ লইয়া যাও চাইলানা ফিরিয়া রে

মনটা তোমার এতো পাষাণ

কেনো তুমি আমায় কাদাও রে

মনটা তোমার এতো পাষাণ

কেনো তুমি আমায় কাদাও রে

এতো নিষ্টুর হইলা তুমি

এতো নিষ্টুর হইলা তুমি

দেখলানা কেন একদিনও আইয়া রে বন্ধু

বউ লইয়া যাও চাইলানা ফিরিয়া রে

ওরে বউ লইয়া যাও চাইলানা ফিরিয়া রে

তির মারিয়া আমার বুকে

ছাইড়া গেলা জন্মের মতোন রে

তির মারিয়া আমার বুকে

ছাইড়া গেলা জন্মের মতোন রে

কাদাইলে কাঁদিতে হবে

কাদাইলে কাঁদিতে হবে

সুখ পাইবানা জগতে থাইকারে বন্ধু

বউ লইয়া যাও চাইলানা ফিরিয়া রে

ওরে বউ লইয়া যাও চাইলানা ফিরিয়া রে

নিষ্টুরও পাষানো হইয়া

নিষ্টুরও পাষানো হইয়া

নিষ্টুরও পাষানো হইয়া

কারে তুমি করছো বিয়া রে বন্ধু

বিয়া রে বন্ধু

বউ লইয়া যাও চাইলানা ফিরিয়া রে

ওরে বউ লইয়া যাও চাইলানা ফিরিয়া রে

নিষ্টুরও পাষানো হইয়া

কারে তুমি করছো বিয়া রে বন্ধু

বউ লইয়া যাও চাইলানা ফিরিয়া রে

ওরে বউ লইয়া যাও চাইলানা ফিরিয়া রে

Selengkapnya dari Shorif Uddin

Lihat semualogo

Kamu Mungkin Menyukai