menu-iconlogo
huatong
huatong
avatar

Ek Jibon 2

Shuvomita/shahidhuatong
humairaa1huatong
Lirik
Rekaman
জীবন এত সুখের হল

আমার পাশে তুমি আছ তাই

এক জীবনে এর চেয়ে বেশী

আমার যে আর চাওয়ার কিছু নাই

তোমার আমার ভালবাসা শেষ হওয়ার নয়

শুধু তোমায় কাছে চায় এই হৃদয়

ওগো তোমায় নিয়ে আমি পাড়ি দিয়ে

যেতে চাই সুখের ই দেশে হারিয়ে

ওগো তোমায় নিয়ে আমি পাড়ি দিয়ে

যেতে চাই সুখের ই দেশে হারিয়ে

দিন গেল মাস গেল গেল বহু বছর

তবু যেন শেষ হয় না ভালবাসার প্রহর

দিন গেল মাস গেল গেল বহু বছর

তবু যেন শেষ হয় না ভালবাসার প্রহর

তুমি আমার ঘরে আস পূর্ণিমা হয়ে

এই জীবন সাজিয়েছ তুমি পূর্ণতা দিয়ে

ওগো তোমায় নিয়ে আমি পাড়ি দিয়ে

যেতে চাই সুখের ই দেশে হারিয়ে

ওগো তোমায় নিয়ে আমি পাড়ি দিয়ে

যেতে চাই সুখের ই দেশে হারিয়ে

তুমি আমি ভালবেসে থাকব জীবনভর

মরণ যেন আমাদের করে নাকো পর

তুমি আমি ভালবেসে থাকব জীবনভর

মরণ যেন আমাদের করে নাকো পর

তোমায় নিয়ে সারাজীবন কাটাতে চাই

তুমি ছাড়া আমার আর আপন কেহ নাই

ওগো তোমায় নিয়ে আমি পাড়ি দিয়ে

যেতে চাই সুখের ই দেশে হারিয়ে

ওগো তোমায় নিয়ে আমি পাড়ি দিয়ে

যেতে চাই সুখের ই দেশে হারিয়ে

Selengkapnya dari Shuvomita/shahid

Lihat semualogo

Kamu Mungkin Menyukai