menu-iconlogo
huatong
huatong
avatar

Bhul Kore Jodi

SI Tutulhuatong
sramos5125huatong
Lirik
Rekaman
ভুল করে যদি কখনো

মনে পড়ে এই আমায়

নিরবে যদি ঐ দু"টি চোখ

জলে ভিজে তোমার

মনে রেখ আমিও এখনো

তোমারই প্রতিক্ষায়

ভুল করে যদি কখনো

মনে পড়ে এই আমায়

নিরবে যদি ঐ দু"টি চোখ

জলে ভিজে তোমার,,

রাত জেগে জেগে যদি

দু চোখে পড়ে বিষাদের ছায়া

অভিমানের পালা শেষ না হলেও

বুকে জমে থাকে মায়া,,

ও...রাত জেগে জেগে যদি,,

দু চোখে পড়ে বিষাদের ছায়া,,

অভিমানের পালা শেষ না হলেও

বুকে জমে থাকে মায়া,,

মনে রেখ আমিও এখনো

তোমার ই প্রতিক্ষায়,

ভুল করে যদি কখনো

মনে পড়ে এই আমায়

নিরবে যদি ঐ দু"টি চোখ

জলে ভিজে তোমার

সারাটা দিন ধরে যদি

নিজেকে বড় একাকী লাগে

অভিযোগের কথা শেষ না হলেও

শেষ হবে অনুরাগে,,

ও..সারাটা দিন ধরে যদি

নিজেকে বড় একাকী লাগে

অভিযোগের কথা শেষ না হলেও

শেষ হবে অনুরাগে

মনে রেখ আমিও এখনো

তোমার ই প্রতিক্ষায়

ভুল করে যদি কখনো

মনে পড়ে এই আমায়

নিরবে যদি ঐ দু"টি চোখ

জলে ভিজে তোমার

মনে রেখ আমিও এখনো

তোমারই প্রতিক্ষায়

ভুল করে যদি কখনো

মনে পড়ে এই আমায়

নিরবে যদি ঐ দু"টি চোখ

জলে ভিজে তোমার,,

ধন্যবাদ সবাইকে

Selengkapnya dari SI Tutul

Lihat semualogo

Kamu Mungkin Menyukai

Bhul Kore Jodi oleh SI Tutul - Lirik & Cover