বন্ধু বন্ধু বন্ধুরে.....
তোরা কেমন আছিস রে
তোদের ছেড়ে দূর প্রবাসে একা লাগেরে
বন্ধু বন্ধু বন্ধুরে.....
তোরা কেমন আছিস রে
তোদের ছেড়ে দূর প্রবাসে একা লাগেরে
সুখ দুঃখ ঘিরে,তোরা থাকিস যতোই দূরে
এই গানটা যেন সবাইকে আবারও এক করে
বন্ধু বন্ধু বন্ধুরে.....
তোরা কেমন আছিস রে
তোদের ছেড়ে দূর প্রবাসে একা লাগেরে
এই সুন্দর পৃথিবীতে,সবার সংগ পেয়েছিলাম
জীবনের তাগীতে,সবাই ছিন্ন হয়ে গেলাম
এই সুন্দর পৃথিবীতে,সবার সংগ পেয়েছিলাম
জীবনের তাগীতে,সবাই ছিন্ন হয়ে গেলাম
সুখ দুঃখ ঘিরে,তোরা থাকিস যতোই দূরে
এই গানটা যেন সবাইকে আবারও এক করে
ও বন্ধু বন্ধু বন্ধুরে.....
তোরা কেমন আছিস রে
তোদের ছেড়ে দূর প্রবাসে একা লাগেরে
জানি ফিরে তো পাবোনা,সেই সুখের দিন গুলি
তবু হ্রদয়েতে জমা,তোদের ভালোবাসার বুলি
জানি ফিরে তো পাবোনা,সেই সুখের দিন গুলি
তবু হ্রদয়েতে জমা,তোদের ভালোবাসার বুলি
সুখ দুঃখ ঘিরে,তোরা থাকিস যতোই দূরে
এই গানটা যেন সবাইকে আবারও এক করে
বন্ধু বন্ধু বন্ধুরে.....
তোরা কেমন আছিস রে
তোদের ছেড়ে দূর প্রবাসে একা লাগেরে
ধন্যবাধ সবাই কে