অমন চুল খুলে আর নাইতে নেমো না
Omon Chul Khule Aar Naite Nemo na
অমন চুল খুলে আর নাইতে নেমো না
অমন চুল খুলে আর নাইতে নেমো না
তোমার চুলে জড়িয়ে যাবে নদী
এ ঘাটে কেউ আসবে নাকো
অমন কর যদি
অমন চুল খুলে আর নাইতে নেমো না
না অমন চুল খুলে আর নাইতে নেমো না।
কথা: মুকুল দত্ত
সুর: সুমিত্রা লাহিড়ী
নিজের কথাই ভাবো তুমি
দেখে নিজের ছায়া,
পরের দশা দেখে তোমার
হয়না কেন মায়া
নিজের কথাই ভাবো তুমি
দেখে নিজের ছায়া,
পরের দশা দেখে তোমার
হয়না কেন মায়া?
কত ভাল হতো,কত ভাল হতো,
ভিজে শাড়ি শুকিয়ে যেত যদি
না না না চুল খুলে আর নাইতে নেমো না
না অমন চুল খুলে আর নাইতে নেমো না।
কারাওকে ট্র্যাক ক্রিয়েশন এন্ড আপলোড
সবুজ মনের মিউজিক লাইব্রেরী...
তোমার মনের রঙে বন্ধু
ভেসে যায় জলে
তোমার মনের রঙে বন্ধু
ভেসে যায় জলে
যার মনে রং লাগে
সে যায় গো রসাতলে।
তোমার মনের রঙে বন্ধু
ভেসে যায় জলে
যার মনে রং লাগে
সে যায় গো রসাতলে।
###############
পায়ে ধরি অমন করে ফিরে চেয়োনা
ঘোমটা মাথার অমন করে সরিয়ে দিওনা
#######################
পায়ে ধরি অমন করে ফিরে চেয়োনা
ঘোমটা মাথার অমন করে সরিয়ে দিওনা
কত ভাল হতো,কত ভাল হতো,
দিনের আলো নিভিয়ে দিত যদি
না না না চুল খুলে আর নাইতে নেমো না
না অমন চুল খুলে আর নাইতে নেমো না
তোমার চুলে জড়িয়ে যাবে নদী
এ ঘাটে কেউ আসবে নাকো
অমন কর যদি
অমন চুল খুলে আর নাইতে নেমো না
না অমন চুল খুলে আর নাইতে নেমো না।
নেমো না নেমো না
চুল খুলে আর নাইতে নেমো না।