আমার মা ত্বং হি তারা (Amar Maa Twong Hi Tara) SMA Devotional...
সবুজ মনের শ্যামা বরন...
আমার মা ত্বং হি তারা
আমার মা ত্বং হি তারা
তুমি ত্রিগুণধরা পরাৎপরা
মা ত্বং হি তারা
আমার মা ত্বং হি তারা
আমি জানি মা ও দীনদয়াময়ী
জানি মা ও দীনদয়াময়ী
দুর্গমেতে দুঃখহরা,
মা ত্বং হি তারা।
আমার মা ত্বং হি তারা
কথা: শ্রী শ্রী চন্ডী
তুমি জলে, তুমি স্থলে
তুমি আদ্যমূলে গো মা,
তুমি জলে, তুমি স্থলে
তুমি আদ্যমূলে গো মা,
আছ সর্বঘটে অর্ঘ্যপুটে
সর্বঘটে অর্ঘ্যপুটে
সাকার আকার নিরাকারা
মা ত্বং হি তারা।
আমার মা ত্বং হি তারা
কারাওকে ট্র্যাক ক্রিয়েশন এন্ড আপলোড :
সবুজ মনের মিউজিক লাইব্রেরী...
তুমি সন্ধ্যা তুমি গায়ত্রী
তুমি জগদ্ধাত্রী গো মা
তুমি সন্ধ্যা তুমি গায়ত্রী
তুমি জগদ্ধাত্রী গো মা
অকুলের প্রাণকর্ত্রী
অকুলের প্রাণকর্ত্রী
সদা শিবের মনোহরা।
মা ত্বং হি তারা।।
আমার মা ত্বং হি তারা
তুমি ত্রিগুণধরা পরাৎপরা
মা ত্বং হি তারা
আমি জানি মা ও দীনদয়াময়ী
জানি মা ও দীনদয়াময়ী
দুর্গমেতে দুঃখহরা,
মা ত্বং হি তারা।
আমার মা ত্বং হি তারা
আমার মা ত্বং হি তারা....