menu-iconlogo
huatong
huatong
avatar

এই মন তোমাকে দিলাম [new]

sms arifhuatong
꧁༺⋆❴ᎪᎡᏆƑ❵🇧🇩⋐ˢᴹˢ⋑❶༻꧂huatong
Lirik
Rekaman

এই মন তোমাকে দিলাম,

এই প্রেম তোমাকে দিলাম।

তুমি চোখের আড়াল হও,

কাছে কিবা দূরে রও,

মনে রেখো আমিও ছিলাম।

এই মন তোমাকে দিলাম,

এই প্রেম তোমাকে দিলাম।

বকুলের মালা শুকাবে,

রেখে দেব তার সুরভী।

দিন গিয়ে রাতে লুকাবে,

মুছো নাকো আমারই ছবি

আমি মিনতি করে গেলাম।

তুমি চোখের আড়াল হও,

কাছে কিবা দূরে রও,

মনে রেখো আমিও ছিলাম।

এই মন তোমাকে দিলাম,

এই প্রেম তোমাকে দিলাম।

ভালোবেসে আমি বারে বার,

তোমারি ও মনে হারাবো।

এ জীবনে আমি যে তোমার,

মরণেও তোমারই রবো।

তুমি ভুলো না আমারও নাম।

তুমি চোখের আড়াল হও,

কাছে কিবা দূরে রও,

মনে রেখো আমিও ছিলাম।

এই মন তোমাকে দিলাম,

এই প্রেম তোমাকে দিলাম

এই মন তোমাকে দিলাম,

এই প্রেম তোমাকে দিলাম।

-------------------------

====thanks====

Selengkapnya dari sms arif

Lihat semualogo

Kamu Mungkin Menyukai