112307#120498
কাল তো ছিলাম ভালো
আজ আমার কি হলো
সে কথা কইতে পারি না....
না না একেলা রইতে পারি না...
কাল তো ছিলাম ভালো
আজ আমার কি হলো
সে কথা কইতে পারি না....
না না একেলা রইতে পারি না...
112307#120498
লাজের কলি ফুটিয়ে দিল হাতেরও পরশে
কারে যে বলি মরেছি আমি কুমারী বয়সে
লাজের কলি ফুটিয়ে দিল হাতেরও পরশে
কারে যে বলি মরেছি আমি কুমারী বয়সে
ঘরে তে মন টেকে না
বাহিরে সুখ মেলে না
না না এ জ্বালা সইতে পারি না....
একেলা রইতে পারি না
কাল তো ছিলাম ভালো
আজ আমার কি হলো
সে কথা কইতে পারি না....
না না একেলা রইতে পারি না...
112307#120498
কে যেন ডাকে আমারে ডাকে লুকিয়ে আড়ালে
সম্মুখে পেলে জড়াবো তারে বুকেরই আঁচলে
কে যেন ডাকে আমারে ডাকে লুকিয়ে আড়ালে
সম্মুখে পেলে জড়াবো তারে বুকেরই আঁচলে
হৃদয়ে তার ঠিকানা
জানেনা কেউ জানে না
না না তারে যে কইতে পারি না....
একেলা রইতে পারি না
কাল তো ছিলাম ভালো
আজ আমার কি হলো
সে কথা কইতে পারি না.....
না না একেলা রইতে পারি না.
--------------------------
===thanks===