menu-iconlogo
logo

Je Kathati Mone

logo
Lirik
যে কথাটি মনে......

রেখেছি গোপনে.......

ও যে কথাটি মনে রেখেছি গোপনে

আজ মন শোনাতে চাই.....

ভালোবাসি তোমায় ভালোবাসি তোমায়

ভালোবাসি তোমায় ভালোবাসি তোমায়

যে কথাটি মনে রেখেছি গোপনে

আজ মন শোনাতে চাই....

ভালোবাসি তোমায় ভালোবাসি তোমায়

ভালোবাসি তোমায় ভালোবাসি তোমায়

কবে কোথায়... তোমায় ডেকে...

বলবো যে মনের কথা.....

সেই আশাতে..দিন গুনেছি

শুয়েছি নীরব ব্যাথা

ও কবে কোথায়...তোমায় ডেকে...

বলবো যে মনের কথা...

সেই আশাতে...দিন গুনেছি

শুয়েছি নীরব ব্যাথা

ও কাছে পেয়ে এমন আমার

তোমাকে শোনাতে চাই

ভালোবাসি তোমায় ভালোবাসি তোমায়

ভালোবাসি তোমায় ভালোবাসি তোমায়

মনের মাঝে রেখেছিলাম

যে ছবি আড়াল করে

তোমার ছোঁয়ায় আজকে তাকে পেলাম নতুন করে

ও মনের মাঝে রেখেছিলাম

যে ছবি আড়াল করে

তোমার ছোঁয়ায় আজকে তাকে পেলাম নতুন করে

ও মন মানে না বারেবারে

তোমাকে জানাতে চাই

হু ভালোবাসি তোমায় ভালোবাসি তোমায়

ভালোবাসি তোমায় ভালোবাসি তোমায়

যে কথাটি মনে রেখেছি গোপনে

আজ মন শোনাতে চাই....

ভালোবাসি তোমায় ভালোবাসি তোমায়

ভালোবাসি তোমায় ভালোবাসি তোমায়

Je Kathati Mone oleh Sonu Nigam/Shreya ghosal - Lirik & Cover