menu-iconlogo
huatong
huatong
souls-ali-special-aj-din-katuk-gane-cover-image

ali special aj din katuk gane

Soulshuatong
ALi_______🎹🎹huatong
Lirik
Rekaman
aj din katuk gane by souls

ALi_______

রোদ জলা কোন এক নির্জন দুপুরে

পলাতক প্রেম এসে বললো হঠাৎ করে

রোদ জলা কোন এক নির্জন দুপুরে

পলাতক প্রেম এসে বললো হঠাৎ করে

নস্ট অতীতকে জানাও বিদায় রেখো না মনে

নস্ট অতীতকে জানাও বিদায় রেখো না মনে

আজ দিন কাটুক গানে,আজ দিন কাটুক গানে

আজ দিন কাটুক গানে,আজ দিন কাটুক গানে

ALi_______

দুঃস্বপ্নের কবিতা পড়ে

পিছুটান আমায় শোনালো

মিথ্যে মোহের খেয়ালি আশায়

আহবান আমায় জানালো

নস্ট অতীতকে জানাও বিদায় রেখো না মনে

নস্ট অতীতকে জানাও বিদায় রেখো না মনে

আজ দিন কাটুক গানে,আজ দিন কাটুক গানে

আজ দিন কাটুক গানে,আজ দিন কাটুক গানে

ALi_______

রাত জাগা অভিমান স্বপ্ন দেখেছে

প্রতারক সুখ নাকি বলছে কাছে এসে

রোদ জলা কোন এক নির্জন দুপুরে

পলাতক প্রেম এসে বললো হঠাৎ করে

নস্ট অতীতকে জানাও বিদায় রেখো না মনে

নস্ট অতীতকে জানাও বিদায় রেখো না মনে

আজ দিন কাটুক গানে,আজ দিন কাটুক গানে

Selengkapnya dari Souls

Lihat semualogo

Kamu Mungkin Menyukai