কথাঃ আবদুল্লাহ আল মামুন
সুরঃ নকীব খান
=====
ভুলে গেছো তুমি
ফিরে তো আসবে না
মন বলে, তবুও
দেখা হবে দুজনায়
ভুলে গেছো তুমি
ফিরে তো আসবে না
মন বলে, তবুও
দেখা হবে দুজনায়
=====
আশা ছিল তুমি মোরে ভালবাসবে
হো আশা ছিল তুমি মোরে ভালবাসবে
কখনো ভাবিনি__এত দূরে , দূরে সরে থাকবে..
ভুলে গেছো তুমি__ ফিরে তো আসবে না।
মন বলে, তবুও দেখা হবে দুজনায়
=====
কাছে এসে শুধু ছলনা ওগো পেয়েছি
হো কাছে এসে শুধু ছলনা ওগো পেয়েছি
নিরাশার মাঝে তবু তুমি আছো ওগো আমারই
ভুলে গেছো তুমি
ফিরে তো আসবে না
মন বলে, তবুও
দেখা হবে দুজনায়
ভুলে গেছো তুমি
ফিরে তো আসবে না
মন বলে, তবুও
দেখা হবে দুজনায়