menu-iconlogo
huatong
huatong
avatar

Poush Toder Daak Diyeche Aay Re Chole Aay

Subhadip_Stkhuatong
꧁Subhadip_Stk™huatong
Lirik
Rekaman
পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে, আয় আয় আয়।

ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে, মরি হায় হায় হায়

পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে, আয় আয় আয়।

হাওয়ার নেশায় উঠলো মেতে দিগ্বধূরা ধানের ক্ষেতে--

হাওয়ার নেশায় উঠলো মেতে দিগ্বধূরা ধানের ক্ষেতে--

রোদের সোনা ছড়িয়ে পড়ে মাটির আঁচলে, মরি হায় হায় হায়

পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে, আয় আয় আয়..।

আপনাদের ভালোলাগা আমার সার্থকতা

মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হল।

ঘরেতে আজ কে রবে গো,

খোলো খোলো দুয়ার খোলো, খোলো খোলো, খোলো দুয়ার খোলো,

মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হল।

ঘরেতে আজ কে রবে গো,

খোলো খোলো দুয়ার খোলো, খোলো খোলো, খোলো দুয়ার খোলো,

আলোর হাসি উঠল জেগে, ধানের শিষে শিশির লেগে--

আলোর হাসি উঠল জেগে, ধানের শিষে শিশির লেগে--

ধরার খুশি ধরে না গো, ওই-যে উথলে, মরি হায় হায় হায়

পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে, আয় আয় আয়।

ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে, মরি হায় হায় হায়

পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে, আয় আয় আয়।

Selengkapnya dari Subhadip_Stk

Lihat semualogo

Kamu Mungkin Menyukai