তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া
তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া
তুমি তাই দু হাত ভরে
দিলে আগুন উজাড় করে
সেকি তোমার অহংকার
তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া
তুমি চাও বাউল বাতাস কিংবা
হঠাৎ সর্বনাশা আগুন খেলা
শান্ত আকাশে তখন সাঁঝের বেলা
তুমি চাও বাউল বাতাস কিংবা
হঠাৎ সর্বনাশা আগুন খেলা
শান্ত আকাশে তখন সাঁঝের বেলা
এমনি তোমার ইচ্ছে চলা যায়
ভেসে যায় পাগল পার
তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া
যদি ধর যে তার বাজি আমি হেরে যেতে রাজি
যদি ধর যে তার বাজি আমি হেরে যেতে রাজি
কখনো কি শুন্য মন অনন্যপনে
হওনি নিজের মুখ মুখি
ভালোবাসার আঁধার তোমায় পোড়ায়নি
কখনো কি শুন্য মন অনন্যপনে
হওনি নিজের মুখ মুখি
ভালোবাসার আঁধার তোমায় পোড়ায়নি
সে আঁধারে তুমি কি আমার
অহংকারের পাওনি সাড়া
তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া
তুমি তাই দু হাত ভরে
দিলে আগুন উজার করে
সেকি তোমার অহংকার
তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া
তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া