হুম...হুম হুম হুম
আয়নাতে ঐ মুখ
দেখবে যখন
কপোলের কালো তিল
পড়বে চোখে
ফুটবে যখন ফুল
বকুল শাঁখে
ভ্রমর যে এসেছিল
জানবে লোকে।
হুম হুম হুম হুম হুম
হুম হুম হুম হুম হুম...
হুম হুম হুম হুম হুম
হুম হুম হুম হুম হুম...
মনটি তোমার কেন
দুরু দুরু কাঁপছে
মনের মানুষ কি গো
চেনা চেনা লাগছে
তুমি কি তারে কাছে ডাকবে
হৃদয়ের কাছে সে রয় অলোকে
হঠাৎ যখন তুমি দেখবে তাকে
শরমে নয়ন কি গো রাখবে ঢেকে
আয়নাতে ঐ মুখ
দেখবে যখন
কপোলের কালো তিল
পড়বে চোখে
ফুটবে যখন ফুল
বকুল শাঁখে
ভ্রমর যে এসেছিল
জানবে লোকে
হুম হুম হুম হুম হুম
হুম হুম হুম হুম হুম...
হুম হুম হুম হুম হুম
হুম হুম হুম হুম হুম...
জানিনা এখন তুমি
কার কথা ভাবছো
আনমনে কার ছবি
চুপিচুপি আঁকছো
তুমি কি তারে ভালোবাসবে
ধরা যদি দেয় সে একপলকে
দেখবে যখন তারে অবাক চোখে
দু’হাতে নয়ন কি গো রাখবে ঢেকে
আয়নাতে ঐ মুখ দেখবে যখন
কপোলের কালো তিল পড়বে চোখে
ফুটবে যখন ফুল বকুল শাঁখে
ভ্রমর যে এসেছিল জানবে লোকে
আবার দেখা হবে নতুন কোন গানে
সবাই ভাল থাকুন সুস্থ থাকুন
আল্লাহ হাফেজ