menu-iconlogo
huatong
huatong
avatar

আখ খেতে ছাগল বন্দি

Sultana Yeasmin Lailahuatong
roland.simonhuatong
Lirik
Rekaman
আঁখ খেতে ছাগল বন্দি

জলে বন্দি মাছ

আঁখ খেতে ছাগল বন্দি

জলে বন্দি মাছ

নারীর কাছে পুরুষ বন্দি

ঘুরায় বারো মাস

সখি গো..ও আমার মন ভালা না

কালার সাথে পিরীত কইরা

কালার সাথে পিরীত কইরা সুখ পাইলাম না

সখি গো,ও আমার মন ভালা না

সখি গো,ও আমার মন ভালা না

এক জাতের নারী আছে শুধুই পান খায়

আরে এক জাতের নারী আছে শুধুই পান খায়

এই বাড়ির কথা লইয়া ঐবাড়িত লাগায়

সখি গো,ও আমার মন ভালা না

কালার সাথে পিরীত কইরা

কালার সাথে পিরীত কইরা সুখ পাইলাম না

সখি গো,ও আমার মন ভালা না

ও সখি গো.ও আমার মন ভালা না

যেই নারী গোসল কইরা

চুলে দিলো ঝাড়া

আরে যেই নারী গোসল কইরা চুলে দিলো ঝাড়া

আরে এক জামাই থাকতে তাহার

হাজার জামাই খাড়া

সখী গো,ও আমার মন ভালা না

কালার সাথে পিরীত কইরা

কালার সাথে পিরীত কইরা সুখ পাইলাম না

সখী গো.ও আমার মন ভালা না

সখী গো ও আমার মন ভালা না

এক জাতের নারী আছে লম্বা কালো চুল

আরে এক জাতের নারী আছে লম্বা কালো চুল

সেই নারী বছর বছর ঘরে ফুটায় ফুল

সখী গো.,ও আমার মন ভালা না

কালার সাথে পিরীত কইরা

কালার সাথে পিরীত কইরা সুখ পাইলাম না

সখী গো.ও আমার মন ভালা না

সখী গো.ও আমার মন ভালা না

পিরীত যতন পিরীত রতন

পিরীত বড়ই ল্যাড়া

আরে পিরীত যতন পিরীত রতন

পিরীত বড়ই ল্যাড়া

ঐ যে পিরীত যতন পিরীত রতন

পিরীত বড়ই ল্যাড়া

আরে পিরীত কইরা মইরা গেছে

পিরীত কইরা মইরা গেছে ময়মনসিংহের বেডা

সখী গো,ও আমার মন ভালা না

কালার সাথে পিরীত কইরা

কালার সাথে পিরীত কইরা সুখ পাইলাম না

সখী গো,ও আমার মন ভালা না

সখী গো,ও আমার মন ভালা না

আঁখ খেতে ছাগল বন্দি

জলে বন্দি মাছ

আরে আঁখ খেতে ছাগল বন্দি

জলে বন্দি মাছ

নারীর কাছে পুরুষ বন্দি

ঘুরায় বারো মাস

সখী গো,ও আমার মন ভালা না

কালার সাথে পিরীত কইরা

কালার সাথে পিরীত কইরা সুখ পাইলাম না

সখী গো.ও আমার মন ভালা না

সখী গো.ও আমার মন ভালা না

ধন্যবাদ

Selengkapnya dari Sultana Yeasmin Laila

Lihat semualogo

Kamu Mungkin Menyukai