menu-iconlogo
logo

Bipode More Rokkha Koro

logo
Lirik
বিপদে মোরে রক্ষা করো

এ নহে মোর প্রার্থনা

বিপদে আমি না যেন করি ভয়,

দুঃখ তাপে ব্যথিত চিতে

নাই বা দিলে সান্ত্বনা,

দুঃখে যেন করিতে পারি জয়,

বিপদে মোরে রক্ষা করো

এ নহে মোর প্রার্থনা

বিপদে আমি না যেন করি ভয়..

সহায় মোর না যদি জুটে

নিজের বল না যেন টুটে,

সহায় মোর না যদি জুটে

নিজের বল না যেন টুটে,

সংসারেতে ঘটিলে ক্ষতি, লভিলে শুধু বঞ্চনা

নিজের মনে না যেন মানি ক্ষয়,

বিপদে মোরে রক্ষা করো

এ নহে মোর প্রার্থনা

বিপদে আমি না যেন করি ভয়..

আমারে তুমি করিবে ত্রাণ

এ নহে মোর প্রার্থনা

তরিতে পারি শকতি যেন রয়,

আমার ভার লাঘব করি নাই বা দিলে সান্ত্বনা,

বহিতে পারি এমনি যেন হয়,

আমারে তুমি করিবে ত্রাণ

এ নহে মোর প্রার্থনা

তরিতে পারি শকতি যেন রয়,

আমার ভার লাঘব করি নাই বা দিলে সান্ত্বনা

বহিতে পারি এমনি যেন হয়।

নম্র শিরে সুখের দিনে তোমারি মুখ লইব চিনে

নম্র শিরে সুখের দিনে তোমারি মুখ লইব চিনে

দুখের রাতে নিখিল ধরা যেদিন করে বঞ্চনা

তোমারে যেন না করি সংশয়,

বিপদে মোরে রক্ষা করো

এ নহে মোর প্রার্থনা

বিপদে আমি না যেন করি ভয়...

Bipode More Rokkha Koro oleh Swagatalakshmi Dasgupta - Lirik & Cover