menu-iconlogo
logo

Darao Amar Akhiro Aage

logo
Lirik
দাঁড়াও আমার আঁখির আগে

দাঁড়াও আমার আঁখির আগে

তোমার দৃষ্টি হৃদয়ে লাগে

দাঁড়াও আমার আঁখির আগে

দাঁড়াও আমার আঁখির আগে

সমুখ আকাশে চরাচরলোকে

এই অপরূপ আকুল আলোকে

সমুখ আকাশে চরাচরলোকে

এই অপরূপ আকুল আলোকে

দাঁড়াও হে

আমার পরান পলকে পলকে

চোখে চোখে তব দরশ মাগে

দাঁড়াও আমার আঁখির আগে

দাঁড়াও আমার আঁখির আগে

এই যে ধরণী চেয়ে ব'সে আছে

ইহার মাধুরী বাড়াও হে

ধুলায় বিছানো শ্যাম অঞ্চলে

দাঁড়াও হে নাথ, দাঁড়াও হে

এই যে ধরণী চেয়ে ব'সে আছে

ইহার মাধুরী বাড়াও হে

ধুলায় বিছানো শ্যাম অঞ্চলে

দাঁড়াও হে নাথ, দাঁড়াও হে

যাহা কিছু আছে সকলই ঝাঁপিয়া

ভুবন ছাপিয়া, জীবন ব্যাপিয়া

যাহা কিছু আছে সকলই ঝাঁপিয়া

ভুবন ছাপিয়া, জীবন ব্যাপিয়া

দাঁড়াও হে

দাঁড়াও যেখানে বিরহী এ হিয়া

তোমারি লাগিয়া একেলা জাগে

দাঁড়াও আমার আঁখির আগে

দাঁড়াও আমার আঁখির আগে

তোমার দৃষ্টি হৃদয়ে লাগে

দাঁড়াও আমার আঁখির আগে

দাঁড়াও আমার আঁখির আগে

Darao Amar Akhiro Aage oleh Swagatalakshmi Dasgupta - Lirik & Cover