menu-iconlogo
huatong
huatong
avatar

tumi amar ghum

T W Shoinikhuatong
ShahadatRana_E_R_Shuatong
Lirik
Rekaman
তুমি আমার ঘুম,

তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি না

তুমি আমার সুখ,

তবু তোমায় নিয়ে ঘর বাধি না

তুমি আমার ঘুম,

তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি না

তুমি আমার সুখ,

তবু তোমায় নিয়ে ঘর বাধি না

তুমি আমার খোলা আকাশ,

কখনো সূর্য দেখি না

তুমি আমার দিন থেকে রাত,

আমি যে সময় জানি না……..

তুমি আমার ঘুম,

তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি না

তুমি আমার সুখ,

তবু তোমায় নিয়ে ঘর বাধি না

আমি বৃষ্টি চাই অবিরত মেঘ,

তবুও… সমুদ্র ছোঁব না

মরুর আকাশে রোদ হব শুধু ছায়া হবো না

আমি বৃষ্টি চাই অবিরত মেঘ,

তবুও.. সমুদ্র ছোঁব না

মরুর আকাশে রোদ হব শুধু ছায়া হবো না

তুমি আমার খোলা আকাশ,

কখনো সূর্য দেখি না

তুমি আমার দিন থেকে রাত,

আমি যে সময় জানি না…….

তুমি আমার ঘুম,

তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি না

তুমি আমার সুখ,

তবু তোমায় নিয়ে ঘর বাধি না

ভালবাসা জলের মত,

দু'হাত যেন ভরে না

প্রিয় মুখ তারার মত,

দু'চোখে গোনা যায় না

ভালবাসা জলের মত,

দু'হাত যেন ভরে না

প্রিয় মুখ তারার মত,

দু'চোখে গোনা যায় না

তুমি আমার খোলা আকাশ,

কখনো সূর্য দেখি না

তুমি আমার দিন থেকে রাত,

আমি যে সময় জানি না……

তুমি আমার ঘুম,

তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি না

তুমি আমার সুখ,

তবু তোমায় নিয়ে ঘর বাধি না

তুমি আমার খোলা আকাশ,

কখনো সূর্য দেখি না

তুমি আমার দিন থেকে রাত,

আমি যে সময় জানি না……

তুমি আমার ঘুম,

তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি না

তুমি আমার সুখ,

তবু তোমায় নিয়ে ঘর বাধি না

Selengkapnya dari T W Shoinik

Lihat semualogo

Kamu Mungkin Menyukai