menu-iconlogo
logo

কেনো কে জানে | Keno ke jane

logo
avatar
Tahsan/Altafkhanlogo
⍟︎𝑨ltafkhan_σғιcιαℓlogo
Nyanyi di Aplikasi
Lirik
💝গানসুর💝_Oficial

M] কখনো হয়নি এমন

থেমেছে হঠাৎ এভাবে সব আয়োজন

এ অপারগতা ব্যথা হয়ে

বেজে যাবে আজীবন

থামবে না হৃদয়ের এই আলোড়ন

আমার যে তোমাকেই প্রয়োজন

আমার যে তোমাকেই প্রয়োজন

তবু কেন ভেসে যাই মায়ারই টানে?

কেন, কে জানে!

তবু কেন ভেসে যাই মায়ারই টানে?

কেন, কে জানে!

কেন, কে জানে!

Altafkhan_Oficial🔥

💝গানসুর💝_Oficial

M] খুব চেয়ে যদি না পাই

পেয়েও যদি আবারও হারাই

খুব চেয়ে যদি না পাই

পেয়েও যদি আবারও হারাই

অনুশোচনায় কেটে যাবে বাকিটা সময়

তাই বুঝি কোনো কিছু

মানে না হৃদয়

মানে না হৃদয়

F]] তবু কেন ভেসে যাই মায়ারই টানে?

কেন, কে জানে!

তবু কেন ভেসে যাই মায়ারই টানে?

কেন, কে জানে!

কেন, কে জানে!

Altafkhan_Oficial🔥

💝গানসুর💝_Oficial

F] কেউ ডোবে অসম্ভবে..কেউ সম্ভবে

কেউ ডোবে অসম্ভবে কেউ সম্ভবে

কীভাবে করি ভুলের ভেতর আজীবন বসবাস!

আমি জেনেছি গভীরে হৃদয় চিরে

কে তুমি, কে আমার নিঃশ্বাস?

আমিও যে ভেসে যাই মায়ারই টানে

কেন, কে জানে!

আমিও যে ভেসে যাই মায়ারই টানে

কেন, কে জানে!

কেন, কে জানে!

খুব চেয়ে যদি না পাই

পেয়েও যদি আবারও হারাই

M] খুব চেয়ে যদি না পাই

পেয়েও যদি আবারও হারাই

অনুশোচনায় কেটে যাবে বাকিটা সময়

F] তাই বুঝি কোনো কিছু

মানে না হৃদয়

মানে না হৃদয়

M] আমিও যে ভেসে যাই মায়ারই টানে?

কেন, কে জানে!

আমিও যে ভেসে যাই মায়ারই টানে?

F+M] কেন, কে জানে!

কেন, কে জানে!

💙💞ধন্যবাদ💞💙

কেনো কে জানে | Keno ke jane oleh Tahsan/Altafkhan - Lirik & Cover