ছায়া মেঘ জড় হয় আকাশে
যায় না কিছুতে সরানো ,
প্রিয় রঙ হয়ে যায় ফেকাসে
হয়না দুহাতে জরানো ।
ভুলে বেঁচে থাকা,
নোনা জল চোখে মাখা ,
সুখ নেই ... সুখ নেই
পৃথিবীর কারখানায় ।
মন কারিগর চল বাধিঘর
জীবন যেখানে মানা ,
মন কারিগর চল বাধিঘর
নতুন এক স্বপ্ন ডানায়,
মন কারিগর চল বাধিঘর
জীবন যেখানে মানা ,
মন কারিগর চল বাধিঘর
নতুন এক স্বপ্ন ডানায়
যন্ত্রণার আধারে... কেন এই ডুবে যাওয়া ,
মুখ থাকে আঁধারে ,
চাওয়া গুলো যেন হাওয়া ,
ইচ্ছেরও আয়নায়, হাজারও বায়নায়
সময় কাঁদে দোটানায় ।
মন কারিগর চল বাধিঘর
জীবন যেখানে মানা ,
মন কারিগর চল বাধিঘর
নতুন এক স্বপ্ন ডানায়,
মন কারিগর চল বাধিঘর
জীবন যেখানে মানা ,
মন কারিগর চল বাধিঘর
নতুন এক স্বপ্ন ডানায়
আবেগের খেলাঘর ভেঙে যায় অসময়ে ,
বিষাদের বালুচর বারে সুধু অভিনয়ে ।
ইচ্ছেরও আয়নায়, হাজারও বায়নায়
সময় কাঁদে দোটানায় ।
মন কারিগর চল বাধিঘর
জীবন যেখানে মানা ,
মন কারিগর চল বাধিঘর
নতুন এক স্বপ্ন ডানায়
মন কারিগর চল বাধিঘর
জীবন যেখানে মানা ,
মন কারিগর চল বাধিঘর
নতুন এক স্বপ্ন ডানায়