menu-iconlogo
huatong
huatong
avatar

Shesh Bikel by SHUNNO

TajWarhuatong
🎶𝐌𝐚𝐡𝐢𝐫𝐓𝐚𝐣𝐮𝐚𝐫♍ᵐᵘˢᵉˢ🎶huatong
Lirik
Rekaman
রোদ ফুরোলে ফেরত আসা একটি দিন শেষে

চিন্তার অবসান নেই পিছুটান প্রতিটি জীবন শেষে

সময়ে আমি দিচ্ছি পাড়ি আমার কাজের ক্লান্তিতে

একটি নিঃশ্বাস, শেষ নিঃশ্বাস, আমার ছোট্ট ছোঁয়াতে

ছোঁয়াতে, ছোঁয়াতে, ছোঁয়াতে

আমি ভয়ের নামধারী

আমি শেষ বিকেলের মাঝি

ছায়া রোদে ক্লান্তির পারাপার

আমি ভয়ের নামধারী

আমি শেষ বিকেলের মাঝি

ছায়া রোদে ক্লান্তির পারাপার

কত সৃষ্টির শেষ হাসি, কত সৃষ্টির শেষ কান্না

কত সৃষ্টির আবেগ কত সৃষ্টির পাওনা

এক নিমিষেই শেষ হয়ে যায়

দৃষ্টির শেষ দৃষ্টিতে

আমি ভয়ের নামধারী

আমি শেষ বিকেলের মাঝি

ছায়া রোদে ক্লান্তির পারাপার

আমি ভয়ের নামধারী

আমি শেষ বিকেলের মাঝি

ছায়া রোদে ক্লান্তির পারাপার

আমার আত্মার নেই কোনো ভাবনা

নেই কোনো শান্তি বা তার শেষ

মৃত্যুর কেবল হবে অবসর

শুধুই আমার মৃত্যুতে

আমি ভয়ের নামধারী

আমি শেষ বিকেলের মাঝি

ছায়া রোদে ক্লান্তির পারাপার

আমি ভয়ের নামধারী

আমি শেষ বিকেলের মাঝি

ছায়া রোদে ক্লান্তির পারাপার

আমি ভয়ের নামধারী

আমি শেষ বিকেলের মাঝি

ছায়া রোদে ক্লান্তির পারাপার

Selengkapnya dari TajWar

Lihat semualogo

Kamu Mungkin Menyukai

Shesh Bikel by SHUNNO oleh TajWar - Lirik & Cover