menu-iconlogo
huatong
huatong
tanjib-dil-amar-cover-image

Dil Amar

tanjibhuatong
myriamgalvanhuatong
Lirik
Rekaman
দিল আমার

দিল আমার কিছু বোঝেনা

ও দিল আমার

দিল আমার কিছু বোঝেনা ।।

দিল ডাকিয়া

দিল ডাকিয়া কয় মোরে

এক নজর তোরে দেখি বসিয়া

দিল আমার কিছু বোঝেনা

ও দিল আমার

দিল আমার কিছু বোঝেনা ।।

লইয়া যাইয়ো দিল দেশে

কইও কথা নিশিতে

হলুদিয়া ফুলবনে

আসমু সাজি দিল টানে

দিল ডাকিয়া

দিল ডাকিয়া কয় মোরে

এক নজর তোরে দেখি বসিয়া

দিল আমার কিছু বোঝেনা

ও দিল আমার

দিল আমার কিছু বোঝেনা ।।

ওরে ও দিলওয়ালি

তোর চোখের পানি

সইতে নারে পারি

ওরে ও চাঁদমুখি

মন চান্দের হাসি

পাগলা বীণের বাঁশি

ডাকিও ডাকিও

ভিন দেশে ডাকিও

উড়ালে নামিব উঠানে

আসিও আসিও

পিঁড়িতে বসিয়ো

দিল দিয়া ভালবাসিম

দিল ডাকিয়া

দিল ডাকিয়া কয় মোরে

এক নজর তোরে দেখি বসিয়া

দিল আমার কিছু বোঝেনা

ও দিল আমার

দিল আমার কিছু বোঝেনা ।।।

Selengkapnya dari tanjib

Lihat semualogo

Kamu Mungkin Menyukai