menu-iconlogo
huatong
huatong
avatar

Baba Tumi Amar Beche Thakar Karon

Tanveer Evanhuatong
peterleehuatong
Lirik
Rekaman
আঙুলে আঙুল ছুঁয়ে শেখালে

তুমি জীবনের পথ চলা

নিজে না খেয়ে তুমি খাওয়ালে

শেখালে কথা বলা

বাবা তুমি আমার যত খুশির কারণ

বলো তোমার মতো করবে কে শাসন

বাবা তুমি আমার বেঁচে থাকার কারণ

নেই তোমার মতো কেউ এতোটা আপন

দু পা, দু পা এগিয়ে, তোমার হাত ধরে

পথ চলতে শিখেছি

জানি না কতোটা বাধা তুমি একা সয়েছো

বুঝতে দাও নি কিছু

আজ আমি হয়েছি বড়

নিজের মতো করে বুঝি সবই

অজান্তে কত কি ভুল করেছি

তুমি ক্ষমা করো আমায়

বাবা তুমি আমার যত খুশির কারণ

বলো তোমার মতো করবে কে শাসন

বাবা তুমি আমার বেঁচে থাকার কারণ

নেই তোমার মতো কেউ এতোটা আপন

Selengkapnya dari Tanveer Evan

Lihat semualogo

Kamu Mungkin Menyukai