menu-iconlogo
huatong
huatong
avatar

Allah Nobijir Naam

Taposh/Hasanhuatong
bojess1huatong
Lirik
Rekaman
আশেপাশে ময়মুরুব্বি যে আছেন যেথায়

সত্যি কথা হায় এই অন্ধ-কালা কয়

জগৎ নামের ইস্টিশনে কারো থাকন নাই

কারো থাকন নাই এই ইস্টিশনে ভাই

একবার আইসা থাইকা যাইবা, এমন হবার নয়

সবার যাইতে হয় এক নতুন ঠিকানায়

হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান কারো নিস্তার নাই

কারো নিস্তার নাই, না হইলে মুমিন, ভাই

আমার আল্লাহ নবীজির নাম

ওই আমার আল্লাহ নবীজির নাম

আমার আল্লাহ নবীজির নাম

ওই আমার আল্লাহ নবীজির নাম

আল্লাহর কাছে সবই আছে, একটি জিনিস নাই

নাই রে মিথ্যা নাই, তার সবই সত্যি ভাই

নবী বলছেন নামাজ পড়ো, রোজা রাখো তাই

এই দুনিয়ায় ভাই বেহেশত যদি চাই

বাড়ি-গাড়ি, টাকা-কড়ি, কিছুই রবে না

সঙ্গে যাবে না, সব হইয়া যাইবো ছাই

মাটির দেহ মাটি হইয়া মিলবো মাটিতে

হইবো যাইতে ওই আন্ধার ঘরে, ভাই

আমার আল্লাহ নবীজির নাম

ওই আমার আল্লাহ নবীজির নাম

আমার আল্লাহ নবীজির নাম

ওই আমার আল্লাহ নবীজির নাম

পিতা-মাতার মতো আপন দুনিয়াতে নাই

নাই রে আপন নাই, বৃথা বুইঝো না, ভাই

নিজে খাইছেন না খাইছেন কি তার হিসাব নাই

নাই রে হিসাব নাই, সব সন্তানরে খাওয়ায়

কত যত্নে লালন পালন করছেন জীবনভর

হইও না তার পর, তয় কানবা জনমভর

প্রাণের আপন সদাই যে জন কাছে না আর রয়

সত্যি কথা হায় এই অন্ধ কালা কয়

আমার আল্লাহ নবীজির নাম

আমার আল্লাহ নবীজির নাম

আমার আল্লাহ নবীজির নাম

আমার আল্লাহ নবীজির নাম

আমার আল্লাহ নবীজির নাম

আমার আল্লাহ নবীজির নাম

আমার আল্লাহ নবীজির নাম

আমার আল্লাহ নবীজির নাম

আমার আল্লাহ

আমার আল্লাহ

আমার আল্লাহ

আমার আল্লাহ

আমার আল্লাহ

আল্লাহ

আল্লাহ

আল্লাহ

আল্লাহ

আল্লাহ

আল্লাহ নবীজির নাম

Selengkapnya dari Taposh/Hasan

Lihat semualogo

Kamu Mungkin Menyukai