menu-iconlogo
huatong
huatong
avatar

Utshorgo

Tasnifhuatong
pnutbug2huatong
Lirik
Rekaman
আমার সবটুকু বিশ্বাস যে দিয়েছে ভেঙ্গে

তাকে কৃতজ্ঞতা জানাই

সে দিয়েছে আমার অন্ধ চোখ এ আলো

যার বিশালতার মাঝে আমি একটুকু পাই নি ঠাই

তাকে কৃতজ্ঞতা জানাই

সে যে দিয়েছে আমায় মহাশুন্যে আশ্রয়।

আমার সব অপূর্ণতাই যেন হয় আমার

শূন্য পথ এর প্রতি শ্রেয়তম আশির্বাদ।

যখন স্বর্গ দ্বার এ একা

দাড়াব তার অপেক্ষায়

যেন আমার অভ্যর্থনা তাকে করে অনুতপ্ত

জানি তখন ও সে আমার হবে না তবুও

ওই অপ্রাপ্তিই ই যেন আমায় করে পরিতৃপ্ত।

আজ কোনো অনুভূতির গভীরে

যেতে চাইনা আর কখনো

যেখানে নিঃশব্দ কান্নায়

স্বরচিত হয় একান্ত শোক

যা কিছু তার নির্দয় স্পর্শে দিয়েছে

সৃষ্টি নিভৃতে আমার প্রশান্ত কল্পনার ঘর

আর যন্ত্রণার শিবিরে যে অবাধ্য

কান্না দেয় এক নির্ভুল সুরের জন্ম

তাকে আমার কাব্যে মেশাই

যেন হয় এক বিশুদ্ধ গান

আমার এ গান এ আজ উত্সর্গ হোক

তার প্রতি আমার তীব্র ঘৃণা।

তবু স্বর্গ দ্বার এ একা থাকব তার অপেক্ষায়

যেন আমার অভ্যর্থনা তাকে করে অবনত

জানি তখনো কিছুই আমার হবে না তবুও ওই

অপ্রাপ্তিটা ই যেন আমায় করে পরিপূর্ণ।

Selengkapnya dari Tasnif

Lihat semualogo

Kamu Mungkin Menyukai