menu-iconlogo
huatong
huatong
tathagata-dishahin-chokhe-khuje-jaai-cover-image

DISHAHIN CHOKHE KHUJE JAAI

Tathagatahuatong
62098368046huatong
Lirik
Rekaman
দিশাহীন চোখে খুঁজে যায়,

শুধু খুঁজে যায়, কি আশায়

এ শহর বড় অচেনা

কেউ বোঝেনা, তাকে হায়।

জেগে থাকে মন চেনা নামে তার

জেগে থাকে মন চেনা নামে তার,

কেন আর ডাকে না আমায়।

দিশাহীন চোখে খুঁজে যায়,

শুধু খুঁজে যায়, কি আশায়

এ শহর বড় অচেনা

কেউ বোঝেনা, তাকে হায়।

লাগে না, ভালো লাগে না

মায়াহীন এর পৃথিবী আর,

যেতে চায়, মন পেতে চায়

স্নেহ ভরা সে পরশ আবার।

লাগে না, ভালো লাগে না

মায়াহীন এর পৃথিবী আর,

যেতে চায়, মন পেতে চায়

স্নেহ ভরা সে পরশ আবার।

দিশাহীন চোখে খুঁজে যায়,

শুধু খুঁজে যায়, কি আশায়

এ শহর বড় অচেনা

কেউ বোঝেনা, তাকে হায়।

একা প্রাণ, তবু খুঁজ়ে যায়

কোথা হারিয়ে গেছে মান,

ভেজা চোখ, ধরে রাখে আজ

শুধু অবুঝ বোবা কান্না।

একা প্রাণ, তবু খুঁজ়ে যায়

কোথা হারিয়ে গেছে মান,

ভেজা চোখ, ধরে রাখে আজ

শুধু অবুঝ বোবা কান্না।

দিশাহীন চোখে খুঁজে যায়,

শুধু খুঁজে যায়, কি আশায়

এ শহর বড় অচেনা

কেউ বোঝেনা, তাকে হায়।

জেগে থাকে মন চেনা নামে তার

জেগে থাকে মন চেনা নামে তার,

কেন আর ডাকে না আমায়।

Selengkapnya dari Tathagata

Lihat semualogo

Kamu Mungkin Menyukai