menu-iconlogo
huatong
huatong
avatar

দূরে কোথাও আছি বসে Dure Kothao Achi Boshe

Tausifhuatong
mwalsh100huatong
Lirik
Rekaman
দূরে কোথাও আছি বসে

দূরে কোথাও আছি বসে

হাত দুটো দাও বাড়িয়ে

বিরহ ছুতে চায় মনের দুয়ার

দু’চোখ নির্বাক আসো না ছুটে

তুমি এলে রংধনু রঙ ঢেলে দেয়

তুমি এলে মেঘেরা বৃষ্টি ঝরায়

এ মনের আহলাদ আসো না ছুটে

দূরে কোথাও আছি বসে

হাত দুটো দাও বাড়িয়ে

বিরহ ছুতে চায় মনের দুয়ার

দু’চোখ নির্বাক আসো না ছুটে

অনুরাগে ঝরে চাঁদোয়া

এ লগনেও এলে না

অনুভব নিশ্চুপ আজ

কথা যে বলে না

ভালো যদি বাসো তুমি আমাকে

ছুটে চলে আসো না...

দূরে কোথাও আছি বসে

হাত দুটো দাও বাড়িয়ে

বিরহ ছুতে চায় মনের দুয়ার

দু’চোখ নির্বাক আসো না ছুটে

নীলাচল নির্মল হাওয়া

এ লগনেও এলে না

অচেতন থাকে এ মন

নিষ্প্রাণ যত ভাবনা

ভালো যদি বাসো তুমি আমাকে

ছুটে চলে আসো না

দূরে কোথাও আছি বসে

হাত দুটো দাও বাড়িয়ে

বিরহ ছুতে চায় মনের দুয়ার

দু’চোখ নির্বাক আসো না ছুটে

তুমি এলে রংধনু রঙ ঢেলে দেয়

তুমি এলে মেঘেরা বৃষ্টি ঝরায়

এ মনের আহলাদ আসো না ছুটে

দূরে কোথাও আছি বসে

হাত দুটো দাও বাড়িয়ে

বিরহ ছুতে চায় মনের দুয়ার

দু’চোখ নির্বাক আসো না ছুটে

Selengkapnya dari Tausif

Lihat semualogo

Kamu Mungkin Menyukai