menu-iconlogo
huatong
huatong
avatar

Gari Chole Na

The Folk Diaryzhuatong
murthyskotehuatong
Lirik
Rekaman
চড়িয়া মানব গাড়ি

যাইতেছিলাম বন্ধুর বাড়ি

চড়িয়া মানব গাড়ি

যাইতেছিলাম বন্ধুর বাড়ি

মধ্য পথে ঠেকল গাড়ি

উপায় বুদ্ধি মিলে না

মধ্য পথে ঠেকল গাড়ি

উপায় বুদ্ধি মিলে না

গাড়ি চলে না, চলে না

চলে না রে, গাড়ি চলে না

হে, গাড়ি চলে না, চলে না

চলে না রে, গাড়ি চলে না

মহাজনে যতন করে

তেল দিয়াছে ট্যাঙ্কি ভরে

মহাজনে যতন করে

তেল দিয়াছে ট্যাঙ্কি ভরে

গাড়ি চালায় মন ড্রাইভারে

ভালো-মন্দ বোঝে না

গাড়ি চালায় মন ড্রাইভারে

ভালো-মন্দ বোঝে না

গাড়ি চলে না, চলে না

চলে না রে, গাড়ি চলে না

হে, গাড়ি চলে না, চলে না

চলে না রে, গাড়ি চলে না

ইঞ্জিনে ময়লা জমেছে

পার্টসগুলো ক্ষয় হয়েছে

ইঞ্জিনে ময়লা জমেছে

পার্টসগুলো ক্ষয় হয়েছে

ডাইনামা বিকল হয়েছে

হেড লাইট দুইটাও জ্বলে না

ডাইনামা বিকল হয়েছে

হেড লাইট দুইটাও জ্বলে না

গাড়ি চলে না, চলে না

চলে না রে, গাড়ি চলে না

হে, গাড়ি চলে না, চলে না

চলে না রে, গাড়ি চলে না

আব্দুল করিম ভাবছে এবার

কন্ডেম গাড়ি কী করবে আর

আব্দুল করিম ভাবছে এবার

কন্ডেম গাড়ি কী করবে আর

সামনে বিষম অন্ধকার

করতেছে তাই ভাবনা

সামনে বিষম অন্ধকার

করতেছে তাই ভাবনা

গাড়ি চলে না, চলে না

চলে না রে, গাড়ি চলে না

হে, গাড়ি চলে না, চলে না

চলে না রে, গাড়ি চলে না

Selengkapnya dari The Folk Diaryz

Lihat semualogo

Kamu Mungkin Menyukai