শিরোনাম-অইন্য আকাশ-
সিঙ্গার-আকাশ মাহমুদ"
আপলোডেড বাই-তুহিন
••••••••••
তোরে আদর যতনে পুষিলাম মনের খাঁচাডায়,
তুই এক নিমিষে ভুলে গেলি কি করে আমায়।
তোরে আদর যতনে পুষিলাম মনের খাঁচাডায়,
তুই এক নিমিষে ভুলে গেলি কি করে আমায়।
বড় সাধ করিয়া চাইসিলাম পাশে
ও পাখিরে.....
ও পাখিরে.....
তুই যা রে যা উইড়া যা রে অইন্য আকাশে,
পাখিরে.....
ও পাখিরে.....
তুই যা রে যা উইড়া যা রে অইন্য আকাশে,
Music••••••
আমার একলা আকাশ শূন্য লাগে তোরই অভাবে
বড় অবুঝ এই মনডা খালি তোর কথাই ভাবে
••••
মনে কস্ট চাপা রাইখা আমি জোর কইরা হাসি,
পাখি তুই তো জানিস তোরে কত ভালোবাসি।
আমার বুক ফাটিয়া আইজ কাইন্দোনা সে
ও পাখিরে.....
ও পাখিরে.....
তুই যা রে যা উইড়া যা রে অইন্য আকাশে,
পাখিরে.....
ও পাখিরে.....
তুই যা রে যা উইড়া যা রে অইন্য আকাশে,
Music•••••
আমি জানতাম না পাখিরে তুই এমনে ভুলিবি
ওরে কথা তো দিসিলি রে তুই পাশে থাকিবি
•••••••
আমি তোর সাথে কাটানো সময় কেমনে ভুলিব,
আমি নিজের হাতে যতন করে কারে খাওয়াবো।
তোরে আমার চেয়ে কে ভালবাসে...?
ও পাখিরে.....
ও পাখিরে.....
তুই যা রে যা উইড়া যা রে অইন্য আকাশে,
পাখিরে.....
ও পাখিরে.....
তুই যা রে যা উইড়া যা রে অইন্য আকাশে,
THANKS
[TUHIN]