menu-iconlogo
logo

Jaan pakhi (Tausif)

logo
Lirik
শিরোনাম-জান পাখি

ভয়েস-তৌসিফ

================

ছেলে=যায় দিন দিন যায়

কাটে বছর

অধরা ভালোবাসা কত নাছোড়

না, তোমারে ছাড়তে পারি

না, তোমারে ধরতে পারি

না, পারি রাখতে দিন রাত আগলে

না,পারি জোছনা ধরে দিতে

মেয়ে=আমার সোনা জান পাখি

তোমায় ছাড়া না বাঁচি মরি

আমার সোনা জান পাখি

তোমায় ছাড়া না বাঁচি মরি

Music••••••

ছেলে=যা তুমি ভাবো

মুখে যাই বল

তোমাকে কাছে আনবই

চোখে চোখ রেখে

হৃদয়ের ঘরে

বন্দি তোমাকে বানাবই

মেয়ে=তোমারো প্রানে

বাঁচবে এ প্রান

তোমারো ও ঠোটে

শুধু আমার গান

আমার সোনা জান পাখি

তোমায় ছাড়া না বাঁচি মরি

আমার সোনা জান পাখি

তোমায় ছাড়া না বাঁচি মরি

Music•••••

ছেলে=আর কত জ্বালাবে

মোমের মত করে

এক দিন নিবে

যাবো আমি

চোখে চোখ রেখে

দেখনা খুজে

পাবে কি ভালোবাসা

এমনই

তোমারো প্রানে

বাঁচবে এ প্রান

তোমারোও ঠোটে

শুধু আমারও গান

ভালোবাসার

আমার সোনা জান পাখি

তোমায় ছাড়া না বাঁচি মরি

আমার সোনা জান পাখি

তোমায় ছাড়া না বাঁচি মরি

মেয়ে=যায় দিন দিন যায়

কাটে বছর

অধরা ভালোবাসা কত নাছোড়

ছেলে=না তোমারে ছাড়তে পারি

না তোমারে ধরতে পারি

না পারি রাখতে দিন রাত আগলে

না পারি জোছনা ধরে দিতে

ছেলে+মেয়ে=আমার সোনা জান পাখি

তোমায় ছাড়া না বাঁচি মরি

আমার সোনা জান পাখি

তোমায় ছাড়া না বাঁচি মরি

THANKS

[TUHIN]