menu-iconlogo
logo

Jail khanar chithi by limon

logo
avatar
Upallogo
༆⑅⃝🕊️🇱u200b🆁🅱️🦋Upal🦋🇧🇩logo
Nyanyi di Aplikasi
Lirik
দেয়ালের ওপারে আছে আকাশ

খেয়ালের নানা রং আছে বাতাস

সে আকাশ দেখা হয় না

সে বাতাস এসে ছোঁয় না

কেদে যাই কেদে যাই কেদে যাই

না , কেমন করে বল ঐ খানে যাই

যেখানে তুমি আর তোমরা আছ সবাই

তাজ মহল রোডে বিকেল ঘড়ির চারটায়

সূর্য ঠিকি এসে গড়াগড়ি খায়

তোমার কোলের বারান্দায়

প্রতিক্ষাতেই রোজ নীল শার্ট জুতো কালো টাই

শার্ট জুতো কালো টাই

কাছা কাছি আছি তবুও নিখোঁজ

চলছে জীবন আমাকে ছাড়াই

Jail khanar chithi by limon oleh Upal - Lirik & Cover