menu-iconlogo
huatong
huatong
warfaze-brishti-nemeche-cover-image

বৃষ্টি নেমেছে (Brishti Nemeche)

Warfazehuatong
🇧🇩Asgar🎤Aziz🇦🇺huatong
Lirik
Rekaman
বৃষ্টি নেমেছে (Brishti Nemeche)

বৃষ্টি নেমেছে রিমঝিমরিম সুরের লহরী

নিঝুম রাতে

বৃষ্টি নেমেছে কত স্মৃতি বুকে নিয়ে

উদাস করেছে এই রাত

বৃষ্টি নেমেছে মনে পড়ে যায়

আমার গাঁ

বৃষ্টি নেমেছে ঐ মাটির ভালোবাসায়

বার বার শুধু ডাকে

ফিরে আয় আয় আয়

Music

স্মৃতির দুয়ার খুলে আমি

পায়ে চলেছি মেঠো পথে

কাশবন আর ঐ নদীর বাঁকে

আমি সুর করি

ঐ মাছরাঙা পাখির রঙে

আমি গান ধরি

ঐ শিস দেয়া পাখির ডাকে

স্মৃতির দুয়ার খুলে আমি

শুয়ে আছি কোন বটতলে

নিঝুম আকাশে তারার হাসি

আমি সুর করি

ঐ নিঝুম রাতের কোলে

আমি গান ধরি

ঐ জেগে থাকা তারার ভাষায়

Music

বৃষ্টি নেমেছে রিমঝিমরিম সুরের লহরী

নিঝুম রাতে

বৃষ্টি নেমেছে কত স্মৃতি বুকে নিয়ে

উদাস করেছে এই রাত

বৃষ্টি নেমেছে ঐ মাটির ভালোবাসায়

বার বার শুধু ডাকে

ফিরে আয় আয় আয়

Selengkapnya dari Warfaze

Lihat semualogo

Kamu Mungkin Menyukai