menu-iconlogo
huatong
huatong
avatar

Dhup Chaya

Warfazehuatong
myjoseph1huatong
Lirik
Rekaman
Dhup Chaya By Warfaze

===========

ধূপছায়া গোধূলীবেলায়

তুমি কাছে এসো

সুখ ছোঁয়া রূপসী রাতে

তুমি ভালোবেসো

ধূপছায়া গোধূলীবেলায়

তুমি কাছে এসো

সুখ ছোঁয়া রূপসী রাতে

তুমি ভালোবেসো

তুমি ভালোবেসো

শুধু আমাকেই

হৃদয়ে ধরে রেখো

==========

মেঘ এসে যদি কোন দিনও

এ মন ছুঁয়ে ছুঁয়ে যায়

ঝড় এসে যদি কোন দিনও

হৃদয় ভেঙে দিয়ে যায়

প্রেমেরই অরণ্যে ব্যাকুল

তুমি কোনদিনও ভুলে যেও না

তুমি ভালোবেসো

শুধু আমাকেই

হৃদয়ে ধরে রেখো

ধূপছায়া গোধূলীবেলায়

তুমি কাছে এসো

সুখ ছোঁয়া রূপসী রাতে

তুমি ভালোবেসো

=========

বিষাদে যদি কোনদিনও

এ মন কাঁদে বেদনায়

বিরহ যদি উঁকি দেয় মনে

দিন কাটে নিরাশায়

পিয়ানোর সুর আমার এই গান

কোনদিনও ভুলে যেও না

তুমি ভালোবেসো

শুধু আমাকেই

হৃদয়ে ধরে রেখো

ধূপছায়া গোধূলীবেলায়

তুমি কাছে এসো

সুখ ছোঁয়া রূপসী রাতে

তুমি ভালোবেসো

তুমি ভালোবেসো

শুধু আমাকেই

হৃদয়ে ধরে রেখো

তুমি ভালোবেসো

শুধু আমাকেই

হৃদয়ে ধরে রেখো

== DARK_MUSIC ==

==== Thank You ====

Selengkapnya dari Warfaze

Lihat semualogo

Kamu Mungkin Menyukai