menu-iconlogo
huatong
huatong
avatar

Hoy Jodi Bodnam

Zafar Iqbalhuatong
goldengeckohuatong
Lirik
Rekaman
হয় যদি বদনাম হোক আরো

আমি তো এখন আর নই কারো

হয় যদি বদনাম হোক আরো

আমি তো এখন আর নই কারো

অন্ধ গলির এই যে আঁধার

বন্ধু হলো আজ আমার

হয় যদি বদনাম হোক আরো

আমি তো এখন আর নই কারো

জীবন ভরে ছিল

শুধু হাসি শুধু গান

কোথা যে হারালো

কেঁদে কেঁদে বলে প্রাণ..

জীবন ভরে ছিল

শুধু হাসি শুধু গান

কোথা যে হারালো

কেঁদে কেঁদে বলে প্রাণ

বকুল শুকালো, সুবাস হারালো

আর কিছু বাকি নেই.. হারাবার

হয় যদি বদনাম হোক আরো..

আমি তো এখন আর নই কারো

দুখের আগুনে

পুড়ে গেছে অন্তর...

ঝড়ে ভেঙ্গে গেছে

বালুচরে বাঁধা ঘর...

দুখের আগুনে

পুড়ে গেছে অন্তর...

ঝড়ে ভেঙ্গে গেছে

বালুচরে বাঁধা ঘর...

এখন মরণ এলে

কাছে ডেকে নিলে

ছুটে যাবো ভেংগে পারাবার

হয় যদি বদনাম হোক আরো

আমি তো এখন আর নই কারো

হয় যদি বদনাম হোক আরো

আমি তো এখন আর নই কারো

অন্ধ গলির এই.. যে আঁধার

বন্ধু হলো আজ আমার

হয় যদি বদনাম হোক আরো

আমি তো এখন আর নই কারো।

সমাপ্ত

ধন্যবাদ সবাইকে

Selengkapnya dari Zafar Iqbal

Lihat semualogo

Kamu Mungkin Menyukai