খোলা জানালায় প্রতিটি বিকেলে
মেয়েটি দেখি আমি থাকে দাড়িয়ে
দারুন চোখ তার একটু তাকালে
উদাসী হয়ে যেন যাই হারিয়ে
কেন তাকে আমার এত লাগে ভাল
পারছিনা শুধু জানাতে
ও মেয়ে কি আমার বন্ধু হবে
ও মেয়ে কি আমায় ভালবাসবে
আমার দিকে সে যখন তাকায়
বুকেতে যেন বিদ্যুৎ চমকায়
আলোকিত এই মন তোমাকেই
প্রয়োজন জানিনা বলব কবে
অচেনা মেয়েটির নাম জানিনা
কখনো হয়নি জানা শুনা
অনুভূতি গীতিময়
আশা মনে জেগে রয়
পরিচয় হবে উৎসবে
ও মেয়ে কি আমার বন্ধু হবে
ও মেয়ে কি আমায় ভালবাসবে
? ?