menu-iconlogo
huatong
huatong
avatar

চক্ষু দুইটা কাজল কালো

এন্ড্রু কিশোরhuatong
mostphotogentichuatong
Testi
Registrazioni
চক্ষু দুইটা কাজল কালো

রুপে ছড়ায় চান্দের আলো

চক্ষু দুইটা কাজল কালো

রুপে ছড়ায় চান্দের আলো

ও যেমন প্রেমের একটা ফাঁদ

আমি কোন শিকলে বাইন্দা রাখি

এমন রুপের চাঁদ

আমি কোন শিকলে বাইন্দা রাখি

এমন রুপের চাঁদ

নুপুর পায়ে,সোনার কন্যা

হাইটা চলে যেই

মনে লয় চলিতে তারে

অন্তর পাইতা দেই

নুপুর পায়ে,সোনার কন্যা

হাইটা চলে যেই

মনে লয় চলিতে তারে

অন্তর পাইতা দেই

আমি তারে আপন কইরা

রাইখাছি পরানে ভইরা

ও দিয়া ভালোবাসার বাঁধ

আমি কোন শিকলে বাইন্দা রাখি

এমন রুপের চাঁদ

আমি কোন শিকলে বাইন্দা রাখি

এমন রুপের চাঁদ

বাতাসেতে,উড়ায় কন্যার

যখন মাথার চুল

মেঘ ভাইবা দুই চোখ আমার

করে মস্ত ভূল

বাতাসেতে,উড়ায় কন্যার

যখন মাথার চুল

মেঘ ভাইবা দুই চোখ আমার

করে মস্ত ভূল

আহা কি রুপ মরি মরি

পাখা থাকলে হইত পরী

ও দেইখা, মেটে নাতো সাধ

আমি কোন শিকলে বাইন্দা রাখি

এমন রুপের চাঁদ

আমি কোন শিকলে বাইন্দা রাখি

এমন রুপে চাঁদ

চক্ষু দুইটা কাজল কালো

রুপে ছড়ায় চান্দের আলো

ও যেমন প্রেমের একটা ফাঁদ

আমি কোন শিকলে বাইন্দা রাখি

এমন রুপের চাঁদ

আমি কোন শিকলে বাইন্দা রাখি

এমন রুপের চাঁদ

Altro da এন্ড্রু কিশোর

Guarda Tuttologo

Potrebbe piacerti