menu-iconlogo
huatong
huatong
avatar

এক বিন্ধু ভালোবাসা দাও

কনকচাঁপা ও এন্ড্রো কিশোরhuatong
ᴿ᭄𝐀𝐑_𝐑𝐈𝐏𝐎𝐍✵🅡︎Ⓜ️🅟︎࿐🇧🇩huatong
Testi
Registrazioni
-=শিল্পী:-কনকচাপা ও এন্ড্রো কিশোর=-

-=ফেমেলি:- SRF & RMP=-

-=আপলোড:- এ আর রিপন=-

-==অপেক্ষা করুন==-

[M] এক বিন্দু ভালবাসা দাও

আমি এক সিন্ধু হৃদয় দেবো~

এক বিন্দু ভালবাসা দাও

আমি এক সিন্ধু হৃদয় দেবো~

মনে প্রাণে, আছো তুমি

চিরদিনই আমি তোমার হবো~

[F] এক বিন্দু ভালবাসা দাও

আমি এক সিন্ধু হৃদয় দেবো~

মনে প্রাণে, আছো তুমি

চিরদিনই আমি তোমার হবো~

[M] এক বিন্দু ভালবাসা দাও

আমি এক সিন্ধু হৃদয় দেবো~~

-=আপলোড:- এ আর রিপন=-

-==অপেক্ষা করুন==-

[M] চেয়ে চেয়ে থাকি

তোমায় শুধু দেখি~

কি আছে তোমার মাঝে

বলো কি আছে তোমার মাঝে~

[F] কাছে যদি ডাকো~

পাশে যদি রাখো~

কিছু আমি চাই না যে

আর কিছু আমি চাই না যে~~

[M] এক নিঃশ্বাসে এক বিশ্বাসে

এক নিঃশ্বাসে, এক বিশ্বাসে

তোমার প্রেমে, আমি বেঁচে রবো~

[F] এক বিন্দু ভালবাসা দাও

আমি এক সিন্ধু হৃদয় দেবো~~

-=আপলোড:- এ আর রিপন=-

-==অপেক্ষা করুন==-

[F] যত বারই ভাবি

ভাসে তোমার ছবি~

পারিনা মুছে দিতে

আমি পারিনা মুছে দিতে~

[M] কি যে হবে ক্ষতি

করো যদি সাথী~

জীবনও চলার পথে

তোমার জীবনও চলার পথে~

[F] এক অন্তরে, এক বন্ধুরে

এক অন্তরে, এক বন্ধুরে~

আপন করে আমি বেঁধে নেবো~

[M] এক বিন্দু ভালবাসা দাও

আমি এক সিন্ধু হৃদয় দেবো~

[F] এক বিন্দু ভালবাসা দাও

আমি এক সিন্ধু হৃদয় দেবো~

[M] মনে প্রাণে আছো তুমি

চিরদিনই আমি তোমার হবো~

[F] এক বিন্দু ভালবাসা দাও

আমি এক সিন্ধু হৃদয় দেবো~~

=====সমাপ্ত=====

Altro da কনকচাঁপা ও এন্ড্রো কিশোর

Guarda Tuttologo

Potrebbe piacerti