menu-iconlogo
huatong
huatong
avatar

না বুইঝা মনের গতি

কাজী শুভhuatong
paleosolhuatong
Testi
Registrazioni
না বুইঝা মনের গতি গো

না জাইনা প্রেমের রীতি

জোর কইরা করতে যাইয়ো না পিরিতি

হায়গো জোর কইরা করতে যাইয়ো না পিরিতি

না বুইঝা মনের গতি গো

না জাইনা প্রেমের রীতি

জোর কইরা করতে যাইয়ো না পিরিতি

হায়গো জোর কইরা করতে যাইয়ো না পিরিতি

আরো নতুন নতুন মিউজিক পেতে

আমাকে ফলো দিয়ে একটিভ থাকুন

তোমার মন চায় গো যারে

সে যদি না চায় তোমারে

তার পিছনে ঘোরার ফল হয় সাংঘাতি

তোমার মন চায় গো যারে

সে যদি না চায় তোমারে

তার পিছনে ঘোরার ফল হয় সাংঘাতি

একদিন চিল্লাইয়া জানাইয়া দিলে

শেষে হবা বেইজ্জতি

জোর কইরা করতে যাইয়ো না পিরিতি

না বুইঝা মনের গতি গো

না জাইনা প্রেমের রীতি

জোর কইরা করতে যাইয়ো না পিরিতি

হায়গো জোর কইরা করতে যাইয়ো না পিরিতি

আপনাদের উৎসাহ, ভালবাসা নিয়ে

বন্ধু হয়ে সবার পাশে থাকতে চাই

কেউ তোমারে ভালোবেসে

যদি তোমার কাছে আসে

কিংবা নয়ন ঘুরায় গো তোমার প্রতি

কেউ তোমারে ভালোবেসে

যদি তোমার কাছে আসে

কিংবা নয়ন ঘুরায় গো তোমার প্রতি

ওরে খুন করিলেও থাকে গোপন

আর যত সব ক্ষয় ক্ষতি

জোর কইরা করতে যাইয়ো না পিরিতি

না বুইঝা মনের গতি গো

না জাইনা প্রেমের রীতি

জোর কইরা করতে যাইয়ো না পিরিতি

হায়গো জোর কইরা করতে যাইয়ো না পিরিতি

স্মুলের পরিবেশ সুন্দর রাখা

আপনার আমার একান্ত দায়িত্ব

ভেবে কয় রসিক বাউলে

মন যদি চায় বুড়া কালে

তাতে কি আর ভূলবে যুবক যুবতী

ভেবে কয় রসিক বাউলে

মন যদি চায় বুড়া কালে

তাতে কি আর ভূলবে যুবক যুবতী

আবার ভূল কইরা প্রেম করতে গেলে

বিপরীত পরিস্থিতি

জোর কইরা করতে যাইয়ো না পিরিতি

না বুইঝা মনের গতি গো

না জাইনা প্রেমের রীতি

জোর কইরা করতে যাইয়ো না পিরিতি

হায়গো জোর কইরা করতে যাইয়ো না পিরিতি।

লাইক প্লিজ

Altro da কাজী শুভ

Guarda Tuttologo

Potrebbe piacerti