menu-iconlogo
huatong
huatong
avatar

অন্তরে তুমি, নিঃশ্বাসে তুমি-তন্ময়

তন্ময়huatong
✿⑅⃝💠𝐓𝐎𝐍𝐌𝐎𝐘✿⑅⃝💠🅣︎🅡🅝︎࿐huatong
Testi
Registrazioni
গান: অন্তরে তুমি নিঃশ্বাসে তুমি ..

শিল্পী: বাদশা বুলবুল ও ডলি সায়ন্তনী

আপলোড:তন্ময় [ T R N ]

ছেলে: অন্তরে তুমি, নিঃশ্বাসে তুমি

মিশে আছো থাকবে সারা জীবন...

মেয়ে: জীবনে মরনে, সুখেরই স্বপনে

তুমি আছো থাকবে সারা জীবন...

ছেলে: তুমি ছাড়া যেন কাটেনা প্রহর..

তোমাকেই ভাবি শুধু সারাক্ষণ..

মেয়ে: অন্তরে তুমি নিঃশ্বাসে তুমি

মিশে আছো থাকবে সারা জীবন..

[====== মিউজিক ===== ]

মেয়ে: চাঁদের জোছনা, পাহাড়ি ঝরনা..

কোন কিছু এখন ভালো লাগে না...

[=== শর্ট মিউজিক ===]

ছেলে: হাসি আর আড্ডায়, ভালো লাগা কবিতায়.

কোন কিছুতেই যেন মন ভরে না...

মেয়ে: সুখে আর দুঃখে থেকো শুধু পাশে

তুমি ছাড়া বলো, কে আছে আপন..

ছেলে: তুমি ছাড়া যেন কাটে না প্রহর..

তোমাকেই ভাবি শুধু সারাক্ষণ..

মেয়ে: অন্তরে তুমি, নিঃশ্বাসে তুমি

মিশে আছো থাকবে সারা জীবন...

[====== মিউজিক ======]

ছেলে: স্বর্ণালী সন্ধ্যায়, চাঁদ জেগে পাহারায়..

এ সময় তোমাকেই মনে পরে যায়...

[==== শর্ট মিউজিক ====]

মেয়ে: মাঝরাতে জানালায়, চুপি চুপি নিরালায়..

বড় বেশি তোমাকে,মনে পরে যায়...

ছেলে: সুন্দর এ রাতে, হাত রেখে হাতে

যদি থাকো কাছে ভরে যেত মন..

মেয়ে: তুমি ছাড়া যেন কাটে না প্রহর

তোমাকেই ভাবি শুধু সারাক্ষণ..

ছেলে: অন্তরে তুমি, নিঃশ্বাসে তুমি

মিশে আছো থাকবে সারা জীবন..

মেয়ে: জীবনে মরনে, সুখেরই স্বপনে

তুমি আছো থাকবে সারা জীবন..

ছেলে: তুমি ছাড়া যেন কাটে না প্রহর...

তোমাকেই ভাবি শুধু সারাক্ষণ...

মেয়ে: অন্তরে তুমি, নিঃশ্বাসে তুমি

মিশে আছো থাকবে সারা জীবন..

হো...জীবনে মরনে, সুখেরই স্বপনে

তুমি আছো থাকবে সারা জীবন..

===============

Altro da তন্ময়

Guarda Tuttologo

Potrebbe piacerti