menu-iconlogo
huatong
huatong
avatar

সাগরের ঢেউ বলে তীর পেয়েছি-তন্ময়

তন্ময়huatong
✿⑅⃝💠𝐓𝐎𝐍𝐌𝐎𝐘✿⑅⃝💠🅣︎🅡🅝︎࿐huatong
Testi
Registrazioni
গান: সাগরের ঢেউ বলে তীর পেয়েছি

আপলোড: তন্ময় [ T R N ]

মেয়ে: সাগরের ঢেউ বলে তীর পেয়েছি

আকাশের পাখি বলে নীড় পেয়েছি

এই মন~বলে...

আমি সুখী হয়েছি,সুখী হয়েছি

ছেলে: সাগরের ঢেউ বলে তীর পেয়েছি

আকাশের পাখি বলে নীড় পেয়েছি

এই মন~বলে...

আমি সুখী হয়েছি,সুখী হয়েছি..

<====[ মিউজিক ]====>

মেয়ে: একদিন দুটি চোখে স্বপ্ন ছিল

তোমাকে পেয়ে তা সত্যি হল

<===[ শর্ট মিউজিক ]===>

ছেলে: একদিন এ জীবনে আশা ছিল

তোমাকে পেয়ে তা পূর্ণ হল

মেয়ে: আর কোন চাওয়া নেই

আর কোন পাওয়া নেই

সব-ই যেন পেয়ে গিয়েছি~~

ছেলে: সাগরের ঢেউ বলে তীর পেয়েছি

আকাশের পাখি বলে নীড় পেয়েছি

মেয়ে: এই মন~বলে..

আমি সুখী হয়েছি,সুখী হয়েছি

<====[ মিউজিক ]====>

ছেলে: জীবনে যে এতো সুখ জানা ছিলনা

মরণেও তুমি মোরে ছেড়ে যেয়ো না

<===[ শর্ট মিউজিক ]===>

মেয়ে: ও..বন্ধন খুলে কভু দিওনা গো

চিরদিন আমাকে বুকে রেখো

ছেলে: আর কথা বলা নেই

আর পথে চলা নেই

ঠিকানা যে খুঁজে পেয়েছি~~

মেয়ে: সাগরের ঢেউ বলে তীর পেয়েছি

আকাশের পাখি বলে নীড় পেয়েছি

ছেলে: এই মন~বলে...

আমি সুখী হয়েছি,সুখী হয়েছি

মেয়ে: এই মন~বলে...

আমি সুখী হয়েছি,সুখী হয়েছি

.....20.12.2024.....

Altro da তন্ময়

Guarda Tuttologo

Potrebbe piacerti