menu-iconlogo
huatong
huatong
--cover-image

আজ মন চেয়েছে

নিশিতা বড়ুয়াhuatong
≛⃝🕊❤️𝄞🅼🅾🆉🅸🅱🆄🆁☆⃝🅩🅜🅛huatong
Testi
Registrazioni
আজ মন চেয়েছে আমি হারিয়ে যাবো

হারিয়ে যাবো আমি তোমার সাথে

===============

আজ মন চেয়েছে আমি হারিয়ে যাবো

হারিয়ে যাবো আমি তোমার সাথে

সেই অঙ্গীকারের রাখী পরিয়ে দিতে

কিছু সময় রেখো তোমার হাতে

আজ মন চেয়েছে আমি হারিয়ে যাবো

হারিয়ে যাবো আমি তোমার সাথে

-==আপলোডঃ মজিবুর==-

কিছু স্বপ্নে দেখা কিছু গল্পে শোনা

ছিলো কল্পনা জাল এই প্রাণে বোনা

কিছু স্বপ্নে দেখা কিছু গল্পে শোনা

ছিলো কল্পনা জাল এই প্রাণে বোনা

তার অনুরাগের রাঙা তুলির ছোঁয়া

নাও বুলিয়ে নয়ন পাতে

আজ মন চেয়েছে আমি হারিয়ে যাবো

হারিয়ে যাবো আমি তোমার সাথে

-==আপলোডঃ মজিবুর==-

তুমি ভাসাও আমায় এই চলার স্রোতে

চির সাথী রইব পথে

তুমি ভাসাও আমায় এই চলার স্রোতে

চির সাথী রইব পথে

তাই যা দেখি আজ সবই ভালো লাগে

এই নতুন গানের সুরে ছন্দ রাগে

তাই যা দেখি আজ সবই ভালো লাগে

এই নতুন গানের সুরে ছন্দ রাগে

কেন দিনের আলোর মতো সহজ হয়ে

এলে আমার গহন রাতে

আজ মন চেয়েছে আমি হারিয়ে যাবো

হারিয়ে যাবো আমি তোমার সাথে

আজ মন চেয়েছে আমি হারিয়ে যাবো

হারিয়ে যাবো আমি তোমার সাথে

সেই অঙ্গীকারের রাখী পরিয়ে দিতে

কিছু সময় রেখো তোমার হাতে

আজ মন চেয়েছে আমি হারিয়ে যাবো

হারিয়ে যাবো আমি তোমার সাথে

====ধন্যবাদ====

Altro da নিশিতা বড়ুয়া

Guarda Tuttologo

Potrebbe piacerti