menu-iconlogo
huatong
huatong
avatar

আমার কোন দুঃখ নাই

পাগল হাসানhuatong
👬Gamca🧷Polash👬🔥💧huatong
Testi
Registrazioni
আমি..তোমারও পিরিতে,

কলংকি এই জগতে

তাতে আমার কোন দুঃখ না..ই

আমি.. তোমারও পিরিতে..

কলংকি এই জগতে

তাতে আমার কোন দুঃখ না..ই

তবু তুমি থাক সুখে

দয়ালে য্যান সুখে রাখে

যার বুকে নিয়াছো গো ঠাঁই,

ও..তবু তুমি থাক সুখে..

দয়ালে য্যান সুখে রাখে

যার বুকে নিয়াছো গো ঠাঁ..ই

------আপলোড বাই-----

-- ফোক সিঙ্গার (রইছ)

--------(কেয়া)------

--আড্ডা মহল ফ্যামিলি--

আমার আধেক ভাসা আধেক ডোবা..

চলছে জীবন তরী....

নাই কিনারা..নাই সীমানা

ওকূলে দিলাই ছাড়ি...

--------রইছ-------

আমার আধেক ভাসা আধেক ডোবা,

চলছে জীবন তরী....

নাই কিনারা নাই সীমানা,

ওকূলে দিলাই ছাড়ি,

করলা তুমি স্বার্থ পরি

আমি চিতায় পুড়ে ছাই,

করলা তুমি স্বার্থ পরি

আমি চিতায় পুড়ে ছাই,

তবু তুমি থাক সুখে..

দয়ালে য্যান সুখে রাখে,

যার বুকে নিয়াছো গো ঠাঁ..ই

ও..তবু তুমি থাক সুখে..

দয়ালে য্যান সুখে রাখে

যার বুকে নিয়াছো গো ঠাঁই

------আপলোড বাই-----

-- ফোক সিঙ্গার (রইছ)

--------(কেয়া)------

--আড্ডা মহল ফ্যামিলি--

কত আপন ছিলে তুমি..

জানে তা সকলে...

তোমায় পাওয়ার সুখ বুঝি গো..

সইলো না মোর কপালে

------রইছ------

কত আপন ছিলে তুমি

জানে তা সকলে...

তোমায় পাওয়ার সুখ বুঝি গো..

সইলো না মোর কপালে

যেদিন তুমি অন্যের হলে

আমি জলে বুক ভাসাই

যেদিন তুমি অন্যের হলে

আমি জলে বুক ভাসাই

তবু তুমি থাক সুখে

দয়ালে য্যান সুখে রাখে,

যার বুকে নিয়াছো গো ঠাঁ..ই

তবু তুমি থাক সুখে..

দয়ালে য্যান সুখে রাখে

যার বুকে নিয়াছো গো ঠাঁই

------আপলোড বাই-----

-- ফোক সিঙ্গার (রইছ)

--------(কেয়া)------

--আড্ডা মহল ফ্যামিলি--

হারায় যেজন জানে তার মন,

বিচ্ছেদের যাতনা..

নূর প্রবাসী তিলে তিলে

সইবে তোর বঞ্চনা

-------রইছ-------

ও..হারায় যেজন জানে সেয..ন

বিচ্ছেদের যাতনা..

নূর প্রবাসী তিলে তিলে

সইবে তোর বঞ্চনা

জানি তরে আর পাবনা,

কান্দিয়া মাথা ঠুকাই

জানি তরে আর পাবনা,

কান্দিয়া মাথা ঠুকাই

তবু তুমি থাক সুখে..

দয়ালে য্যান সুখে রাখে,

যার বুকে নিয়াছো গো ঠাঁ..ই

ও..তবু তুমি থাক সুখে..

দয়ালে য্যান সুখে রাখে

যার বুকে নিয়াছো গো ঠাঁ..ই

আমি তোমারও পিরি..তে,

কলংকি এই জগতে

তাতে আমার কোন দুঃখ না..ই

তবু তুমি থাক সুখে

দয়ালে য্যান সুখে রাখে,

যার বুকে নিয়াছো গো ঠাঁ..ই

ও..তবু তুমি থাক সুখে..

দয়ালে য্যান সুখে রাখে

যার বুকে নিয়াছো গো ঠাঁই

----ধন্যবাদ সবাইকে ---

---আল্লাহ হাফেজ ---

Altro da পাগল হাসান

Guarda Tuttologo

Potrebbe piacerti