menu-iconlogo
huatong
huatong
--cover-image

চাঁদনী রাইতে নিরজনে

ফজলুর রহমান বাবুhuatong
peelchessclubhuatong
Testi
Registrazioni
F-চাঁদনী রাইতে নিরজনে

আইসো সখা সংগোপনে

ফুলেরও বিছানায় দিমু,

তোমায় বসিতে

ফুলেরও বিছানায় দিমু

তোমায় বসিতে..

M-কী যে কথা আমার সনে

আইমু সখি নিরজনে

দুইজনাতে কইমু কথা

চাঁন্দের হাসিতে

দুইজনাতে কইমু কথা

চাঁন্দের হাসিতে..

F-কত কথার বীজ বুনেছে মনের জমিতে..

কত স্বপন যায় গো বইয়া বুকের নদীতে।

কত কথার বীজ বুনেছে মনের জমিতে..

কত স্বপন যায় গো বইয়া বুকের নদীতে।

M-আইমু সখি হইবো দেখা

আকুল নয়ন ভরিতে।

দুইজনাতে কইমু কথা চাঁন্দের হাসিতে।

দুইজনাতে কইমু কথা চাঁন্দের হাসিতে।

F-বাপ ও মায়ের আদর-সোহাগ

হইয়া গেছে লীন

পাড়া পড়শীর জ্বালায় এখন জ্বলছি নিশীদিন।

বাপও মায়ের আদর সোহাগ

হইয়া গেছে লীন

পাড়া পড়শীর জ্বালায় এখন জ্বলছি নিশীদিন।

তোমার সঙ্গে কইমু কথা

দুখের জ্বালা জুড়াইতে

ফুলেরও বিছানায় দিমু তোমায় বসিতে।

দুইজনাতে কইমু কথা চাঁন্দের হাসিতে।

M-আকাশেতে ডাকলে মেঘা

মনটা কেমন করে

বিরহী মোর অন্তর তখন

তোমায় খুঁজে মরে।

আকাশেতে ডাকলে মেঘা

মনটা কেমন করে

বিরহী মোর অন্তর তখন

তোমায় খুঁজে মরে।

তোমায় যদি না পাই সখী

চাইমু কিন্তু মরিতে,

দুইজনাতে কইমু কথা চাঁন্দের হাসিতে।

দুইজনাতে কইমু কথা চাঁন্দের হাসিতে

কি গো খানাপিনা কই????

F-পালা গাইয়ের দুধের ছানা

চালুন ভাজা খই

আরো আছে শিকায় তোলা

গামছা পাতা দই।

পালা গাইয়ের দুধের ছানা

চালুন ভাজা খই

আরো আছে শিকায় তোলা

গামছা পাতা দই।

ধীরে ধীরে খাইবা সখা,

কথার ফোঁড়ন কাটিতে।

ফুলেরও বিছানায় দিমু তোমায় বসিতে।

ফুলেরও বিছানায় দিমু তোমায় বসিতে।

M-কি যে কথা আমার সনে

আইমু সখী নিরজনে,

দুইজনাতে কইমু কথা চাঁন্দের হাসিতে।

দুইজনাতে কইমু কথা চাঁন্দের হাসিতে।

F-চাঁদনী রাইতে নিরজনে

আইসো সখা সংগোপনে

ফুলেরও বিছানায় দিমু তোমায় বসিতে।

ফুলেরও বিছানায় দিমু তোমায় বসিতে।

M-কী যে কথা আমার সনে

আইমু সখী নিরজনে

দুইজনাতে কইমু কথা চাঁন্দের হাসিতে।

F-ফুলেরও বিছানায় দিমু তোমায় বসিতে।

M+F-দুইজনাতে কইমু কথা চাঁন্দের হাসিতে।

দুইজনাতে কইমু কথা চাঁন্দের হাসিতে।

Altro da ফজলুর রহমান বাবু

Guarda Tuttologo

Potrebbe piacerti