menu-iconlogo
huatong
huatong
avatar

মানুষ ও যে নদীর মতো কূল

বৃষ্টিhuatong
"𝕸𝖎✮͜͡❤️JULIY✮͜͡🇧🇩𒁍"huatong
Testi
Registrazioni
বৃষ্টি ----- বৃষ্টি

---------------

মানুষ ও যে নদীর মতো

কোল বদলাইতে পারে

বিশ্বাসেি হইতো না আমার

না দেখিলে তোরে

মানুষ ও যে নদীর মত

কোন বদলাইতে পারে

বিশ্বাসী হইতো না আমার

না দেখিলে তোরে

তুই যে কত বেইমান ছিলি

লোকের কাছে কেমনে বলি

ভাবতে আসে জল

তোরে ভুইলা নতুন কইরা

কেমনে বাচি বল

তোরে বইলা নতুন কইরা

কেমনে বাঁশি বল

""""""""""""""""""""""

<<<<<<<<<<<

>>>>>>>>>>

>>>>>>>>>

অর্থ দিয়ে হইতো যদি

ভালোবাসার মূল্য

তবে কি প্রেম স্বর্গের সাথে

হয়তো সমতুল্য

<<<<<<<<<<<<<<<

ও অর্থ দিয়ে হইতো যদি

ভালোবাসার মূল্য

তবে কি প্রেম স্বর্গের সাথে

হইতো সমতুল্য

ইতিহাসের পাতা খুলে

দেখে নারে প্রেম কাকে বলে

শাহজাহান ও প্রেমের জন্য

করল তাজমহল

তোরে ভুইলা নতুন কইরা

কেমনে বাঁচি বল

তোরে ভুইলা নতুন কইরা

কেমনে বাঁচি বল

বৃষ্টি --------

------------ বৃষ্টি

<<<<<<<<<<<

=========

>>>>>>>>>

<<<<<<<<<

দাম দিলে না আসল প্রেমের

নকল প্রেমে ভুললি

হীরা ফেলে কাছ দিয়ে তুই

প্রেমের পাশাদ তুললেি

ও৷ দাম দিলে না আসল প্রেমের

নকল প্রেমে ভুললি

হীরা ফেলে কাছ দিয়ে তুই

প্রেমের প্রাস তুললি

হীরা ফেলে কাচ দরিয়া

নকল ফুলের গন্ধ নিয়া

মন বদলের খেলায় জীবন

করলি চলা চল

তোরে ভুইলা নতুন কইরা

কেমনে বাঁচি বল

তোরে ভুইলা নতুন কইরা

কেমনে বাঁচি বল

ধন্যবাদ

Altro da বৃষ্টি

Guarda Tuttologo

Potrebbe piacerti