menu-iconlogo
huatong
huatong
avatar

ওগো বর্ষা তুমি ঝড়ো না গো অমন করে (অরজিনাল ট্রাক)

মান্না দেhuatong
Maruf_Hassan_star473huatong
Testi
Registrazioni
সবাইকে স্বাগতম

এখানে আপনারা সকল গানের অরজিনাল ট্রাক পেয়ে যাবেন

Track arrange by:Maruf Hassan {Ganer vubon family}

ওগো বর্ষা তুমি ঝরো না গো অমন জোরে

বর্ষা তুমি ঝরো না গো অমন জোরে

কাছে সে আসবে তবে কেমন করে?

রিমঝিম রিমঝিম রিমঝিম

এলে না হয় ঝরো তখন অঝোর ধারে

যাতে সে যেতে চেয়েও যেতে নাহি পারে

রিম ঝিম ঝিম ঝিম ঝিম ঝিম

বর্ষা তুমি ঝরো না গো অমন জোরে

Music

মেঘ তুমি চাঁদকে ঢেকো যদি ওঠে

চন্দ্রমল্লিকা যেন না ফোটে

আমারই চাঁদ আমার থাকুক

কেউ যেন না দেখে তারে

রিমঝিম রিমঝিম রিমঝিম

বর্ষা তুমি ঝরো না গো অমন জোরে

কাছে সে আসবে তবে কেমন করে?

রিমঝিম রিমঝিম রিমঝিম

এলে না হয় ঝরো তখন অঝোর ধারে

যাতে সে যেতে চেয়েও যেতে নাহি পারে

রিম ঝিম ঝিম ঝিম ঝিম ঝিম

Music

যেন তার পায়ের নূপুর বাজে রুমঝুম

এতো রাত ভ্রমর কেন করো গুনগুন?

লক্ষ্মী ভ্রমর চুপ করো না

আসছে সে আজ আমার দ্বারে

রিমঝিম রিমঝিম রিমঝিম

বর্ষা তুমি ঝরো না গো অমন জোরে

কাছে সে আসবে তবে কেমন করে?

রিমঝিম রিমঝিম রিমঝিম

এলে না হয় ঝরো তখন অঝোর ধারে

যাতে সে যেতে চেয়েও যেতে নাহি পারে

রিম ঝিম ঝিম ঝিম ঝিম ঝিম

ধন্যবাদান্তে

মারুফ হাসান {গানের ভুবন ফ্যামিলি}

Altro da মান্না দে

Guarda Tuttologo

Potrebbe piacerti