menu-iconlogo
huatong
huatong
avatar

আমি চলতে চলতে OldbeatFM Presents

লতা মঙ্গেশকরhuatong
OldbeatFMhuatong
Testi
Registrazioni
OldbeatFM Presents

আমি চলতে চলতে থেমে গেছি

শিল্পী - লতা মঙ্গেশকর

কথা ও সুর - সলিল চৌধুরী

আমি চলতে চলতে থেমে গেছি

আমি বলতে বলতে ভুলে গেছি

যে কথা তোমাকে বলবো

আমি চলতে চলতে থেমে গেছি

আমি বলতে বলতে ভুলে গেছি

যে কথা তোমাকে বলবো

আমি সপ্তসিন্ধু পার হয়ে

গোস্পদে বাধা পরে গেছি

বলোনা কি করে চলবো

OldbeatFM Presents

জানিনা.....জানিনা.....

জানিনা.....জানিনা.....

কতদিন কখন এমন লগন আসবে

দু-চোখ ভরে শুধু কাঁদবো

আর বুনে যাবো মুক্ত সোনা

আমি পান্থ, পান্থ সুদূরেই

আমি ক্লান্ত ক্লান্ত হয়ে গেছি

এ ব্যথা কাহারে বলবো

আমি চলতে চলতে থেমে গেছি

আমি বলতে বলতে ভুলে গেছি

যে কথা তোমাকে বলবো

OldbeatFM Presents

এসো না....এসো না....

এসো না.....এসো না....

এ শ্যামল,সজল,কাজল,উচ্ছল এ সন্ধ্যায়

কিছুক্ষণ বসে বসে যাক না

আর ভুলে যাই যত ভাবনা

আমি রিক্ত রিক্ত হয়ে গেছি

আমি মুক্ত হতে যে চেয়েছি

এ বাঁধন কি করে খুলবো

আমি চলতে চলতে থেমে গেছি

আমি বলতে বলতে ভুলে গেছি

যে কথা তোমাকে বলবো

আমি সপ্তসিন্ধু পার হয়ে

গোস্পদে বাঁধা পরে গেছি

বলোনা কি করে চলবো

this track created by OldbeatFM

Thank You

Altro da লতা মঙ্গেশকর

Guarda Tuttologo

Potrebbe piacerti