menu-iconlogo
huatong
huatong
avatar

বাড়ির পাশে আরশিনগর

লালন গীতিhuatong
Hamid___🆆🅴huatong
Testi
Registrazioni
আমি একদিনও না………

দেখলাম তারে………

বাড়ির কাছে আরশিনগ..র

এক ঘর পড়শি বসত ক..রে।

এক ঘর পড়শি বসত ক…রে

আমি ,একদিনও না……

দেখিলাম তাঁরে।।

বাড়ির কাছে আরশিনগ..র

এক ঘর পড়শি বসত করে।

এক ঘর পড়শি বসত করে

আমি একদিনও না…….

দেখিলা..ম তাঁরে।

Courtesy H.PUTUL_WE

গেরাম বেড়ে অগাধ পানি……

নাই কিনারা নাই তরণী পারে।

গেরাম বেড়ে অগাধ পানি……

নাই কিনারা নাই তরণী পারে।

বাঞ্ছা করি দেখব তারে……

বাঞ্ছা করি দেখব তারে

কেমনে সে গাঁয় যাই রে

কেমনে সে গাঁয় যাই রে

আমি একদিনও না….

দেখিলাম তাঁরে।।

কি বলবো সেই পড়শির কথা…..

কি বলবো সেই পড়শির কথা…

হস্তপদ স্কন্ধমাথা নাইরে।

কি বলবো সেই পড়শির কথা…

হস্তপদ স্কন্ধমাথা নাইরে

ও সে ক্ষণেক থাকে শূন্যের উপরে

ক্ষণেক থাকে শূন্যের উপরে..

ও সে ক্ষণেক ভাসে নীরে

ও সে ক্ষণেক ভাসে নীরে

আমি একদিনও না…….

দেখিলা….ম তাঁরে।।

=============

পড়শি যদি আমায় ছুঁতো…..

যম যাতনা সকল যেতো দূরে।

পড়শি যদি আমায় ছুঁতো…..

যম যাতনা সকল যেতো দূরে।

সে আর লাল……ন

সে আর লালন একখানে রয়..

সে আর লালন একখানে রয়

লক্ষ যোজন দুরে

ও সে লক্ষ যোজন দূরে

আমি একদিনও না…..

দেখিলা..ম তাঁরে।।

বাড়ির কাছে আরশিনগর

এক ঘর পড়শি বসত করে।

এক ঘর পড়শি বসত করে

আমি একদিনও না……..

দেখিলা……ম তাঁরে

আমি একদিনও না………

দেখিলাম তাঁরে।।

Altro da লালন গীতি

Guarda Tuttologo

Potrebbe piacerti